News update
  • Body of Osman Hadi Returns to Dhaka From Singapore Late     |     
  • Fakhrul condemns attacks on media, calls for unity, justice     |     
  • 2 cops among 4 hurt in clash outside Indian Assit H.C. in Ctg     |     
  • Inqilab Moncho urges people to avoid violence     |     
  • Hadi’s death: Prothom Alo, Daily Star offices set afire      |     

বেবিচক চেয়ারম্যান এর সাথে এভিয়েশন বিশ্ববিদ্যালয় এর উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

ক্যাম্পাস 2024-10-03, 11:27pm

air-vice-marshal-monirul-bashar-vc-bbsmr-aviation-and-aerospace-university-made-a-courtesy-call-on-air-vice-marshal-md-16f058a1b669b57217f700d7e8d1e23f1727976465.jpg

Air Vice Marshal Monirul Bashar, VC BBSMR Aviation and Aerospace University made a courtesy call on Air Vice Marshal Md. Manzur Kabir Bhuiyan, Chairman, BD Civil Aviation Authority at CAA office on Thursday.



ঢাকা, ০৩ অক্টোবর ২০২৪ - আজ ০৩ অক্টোবর ২০২৪ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় এর উপাচার্য এয়ার ভাইস মার্শাল এ কে এম মনিরুল বাহার, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি, এডিডব্লিউসি (Air Vice Marshal A K M Manirul Bahar, BSP, ndc, hdmc, afwc, psc, ADWC) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি (Air Vice Marshal Md Monjur Kabir Bhuiyan, BUP, ndc, nswc, afwc, psc) এর সাথে বেবিচক এর সদর দপ্তরে এক সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন উক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এয়ার কমডোর মো: মইনুল হাসনাইন, বিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এফইএনজি, এফআইইবি, এফআরএইএস (Air Commodore Md Moinul Hasnain, BUP, ndc, afwc, psc, PEng, FIEB, FRAeS)।

বৈঠকে এভিয়েশন সেক্টরে দক্ষ মানবসম্পদ তৈরি করার লক্ষ্যে প্রশিক্ষণ কোর্সের কারিকুলাম তৈরি, সময়োপযোগী প্রশিক্ষণ কোর্স পরিচালনা এবং এভিয়েশন বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমে দুই প্রতিষ্ঠানের যৌথ অংশগ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া, ভবিষ্যতে দুই প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন বিষয়ের ওপর সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি (MoU) স্বাক্ষরের বিষয়েও আলোচনা হয়।

এসময় দুই প্রতিষ্ঠান ভবিষ্যতে নিজেদের পারস্পরিক সম্পর্ক আরও মজবুত করতে আগ্রহী, যা বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। -প্রেস বিজ্ঞপ্তি