News update
  • Storm Alert Issued for Dhaka and Eight Other Regions     |     
  • 58 killed in deadliest US strike on Yemen     |     
  • BNP Opposes Reforms to Constitution’s Core Principles      |     
  • Time to Repair Bangladesh–Pakistan Ties     |     
  • Dhaka’s air quality recorded ‘unhealthy’ Friday morning     |     

দাবি আদায়ে অনড় কুয়েট শিক্ষার্থীরা, চলছে লাল কার্ড প্রদর্শন

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-02-20, 2:13pm

rtwerwer-03da1d1f887cf90af66ac13ec97971891740039192.jpg




ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন অব্যাহত রেখেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা। প্রশাসনিক ও একাডেমিক ভবনগুলোতে ঝুলিয়েছেন তালা। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান শিক্ষার্থীরা।

৬ দফা দাবিতে বৃহস্পতিবারও (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলায় বিক্ষোভ ও সন্ত্রাসীদের লাল কার্ড প্রদর্শন করছেন।

এর আগে বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। কুয়েটের নিরাপত্তা পরিদর্শক মনিরুজ্জামান লিটন বাদী হয়ে খান জাহান আলী থানায় ওই মামলাটি দায়ের করেন।

গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে আল্টিমেটামের সময় সীমার মধ্যে ৬ দফা দাবি পূরণ না হওয়ায় কুয়েটের উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালককে বর্জন করেন সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন তারা।

তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, শিক্ষার্থীদের চারটি দাবি মেনে নেয়া হয়েছে। বুধবার চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের সব দাবি নিয়েই আলোচনা হয়। সভায় তাদের সব দাবি মেনে নেয়া হলেও ভিসিসহ কয়েকজনের পদত্যাগের দাবিটি নাকোচ হয়।’

সভায় ক্যাম্পাসে সবধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোরতার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হলে তাকে বহিষ্কার ও চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান ড. মুহাম্মদ মাছুদ।

এর আগে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি ঘিরে শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সংঘর্ষে আহত হন অন্তত অর্ধশত শিক্ষার্থী। আহতদের কুয়েটের মেডিকেল সেন্টারসহ আশপাশের বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, কুয়েটে ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে।