News update
  • Climate Change Drives Deadly Floods, Storms, and Water Crises     |     
  • UN Advances Peace, Development Amid Global Challenges     |     
  • S Arabia, Pak ink defence pact after Israeli strike on Qatar     |     
  • No new committee forming, focus on polls candidates: Tarique     |     
  • Dhaka-Beijing partnership to advance peace, prosperity: Yunus     |     

ডাকসুর মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় বাড়ল

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-08-19, 7:18am

514e83137bc758964a3eb58bc92aa257a297b825236f4b88-58c83a9076a1f6231ba3c8c01e3b56101755566320.jpg




ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের হল সংসদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় বাড়ানো হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) রাতে ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা আনন্দের সঙ্গে লক্ষ করছি, ২০২৫ সালের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আমরা আরো লক্ষ করেছি, বিপুল সংখ্যক শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহের জন্য ভিড় করলে কোনো কোনো হল ও কেন্দ্রীয় দফতর থেকে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেননি। এ অবস্থায় গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ সবার জন্য সমান ও সমুন্নত রাখার তাগিদে মনোনয়নপত্র দাখিল ও জমাদানের সময় এক দিন করে বাড়ানো হলো।

সে অনুযায়ী মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। আর জমা দেয়ার শেষ সময় নির্ধারণ হয়েছে বুধবার (২০ আগস্ট) বিকেল ৫টা।

সোমবার (১৮ আগস্ট) ফজিলাতুন্নেছা মুজিব হলে কয়েকজন শিক্ষার্থী নির্বাচনের ফরম সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ ওঠে। পরে ডাকসু নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি বলে অভিযোগ করেন ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। তিনি বলেন, ফজিলাতুন্নেছা মুজিব হলের দায়িত্বে যারা ছিলেন তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ও ডাকসু নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরির দাবি জানাচ্ছি। এখনও নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি করছি।