রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তারিখ পেছানোর পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনও পেছানো হলো। চাকসু নির্বাচন পিছিয়ে আগামী ১৫ অক্টোবর নির্ধারণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী।
জানা গেছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগামীতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় চাকসু নির্বাচন প্রচার-প্রচারণায় খুবই কম সময় পাচ্ছিলেন প্রার্থীরা। সেই প্রেক্ষিতেই নির্বাচন পেছানোর দাবি জানান তারা। সেটিকে আমলে নিয়ে আজ এই সিদ্ধান্ত জানাল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর আগে এই নির্বাচনের সময় ছিল ১২ অক্টোবর (রোববার)। সেটিই পিছিয়ে ১৫ অক্টোবর (বুধবার) করা হয়েছে।
এর আগে, গতকাল চাকসু নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে দেখা গেছে, জমা দেয়া মনোনয়নপত্রের মধ্যে ১৯ জনের প্রার্থীতা বাতিল হয়েছে। এর মধ্যে দুইজন ভিপি ও একজন জিএস পদে প্রার্থীতার জন্য মনোনয়নপত্র কিনছিলেন।
এবারের কেন্দ্র ও হল সংসদে নির্বাচনের জন্য এক হাজার ১৬২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। তার মধ্যে ৯৩১ জন জমা দেন। ভিপি পদে ২৫, জিএস ও এজিএস পদে ২২টি করে মনোনয়নপত্র জমা পড়ে।
এবারের চাকসু নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৬৩৭ জন। পরিবর্তীত সময়সূচি অনুযায়ী আগামী ১৫ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সর্বশেষ ১৯৯০ সালের ৮ নভেম্বর চাকসু নির্বাচন হয়েছিল।
১৯৯০ সালের নির্বাচনের ১১ মাস পর ছাত্রনেতা ফারুকুজ্জামান হত্যার শিকার হলে তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন চাকসু বন্ধ করে দেয়। এরপর আর ছাত্রসংসদ নির্বাচন দেখেনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়গুলোতে লেজুড়বভিত্তিক ছাত্র রাজনীতির কারণেই দীর্ঘ সময় ছাত্র সংসদ নির্বাচন সম্ভব হয়নি বলে মনে করেন অনেকে। তবে, জুলাই বিপ্লবে শেখ হাসিনার পতনের পর ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সরব ঢাবি, জাবি, রাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।