News update
  • WHO Says Traditional Medicine Use Surges Worldwide     |     
  • UN Report Calls for New Thinking to Secure a Sustainable Future     |     
  • BNP moves to finalise seat sharing as alliance friction grows     |     
  • BNP plans universal 'Family Card' for all women: Tarique Rahman     |     
  • Tangail saree weaving gets recognition as intangible cultural heritage     |     

রাকসু: ১৩ হলে ভিপি পদে শিবিরের ধারে কাছেও নেই কেউ, এজিএসে হাড্ডাহাড্ডি লড়াই

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-10-17, 8:00am

9b1d35dd3559080f73556045d8ec2f4b87e3c827e8504898-b28e725cfcb0c080ed85c930c8b2ed611760666409.jpg




রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ১৩টি কেন্দ্রের ফলাফলে সহ সভাপতি (ভিপি) প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন শিবির সমর্থিত প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। তবে সাধারণ সম্পাদক (জিএস) পদে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন আম্মার।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে রোকেয়া, মুন্নুজান, তাপসী রাবেয়া, খালেদা জিয়া, রহমতুন্নেসা, জুলাই ৩৬, শের-ই বাংলা ফজলুল হক, শাহ মখদুম, নবাব আবদুল লতিফ, সৈয়দ আমীর আলী, শহীদ শামসুজ্জোহা, শহীদ হবিবুর রহমান এবং মতিহার হলের ফলাফলে এমন তথ্য পাওয়া যায়।

ঘোষিত ফলাফলে শিবির সমর্থিত মোস্তাকুর রহমান জাহিদ ভোট পেয়েছেন ৯২৬৩টি । তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী শেখ নূর উদ্দীন আবির পান ২৪৭১টি ভোট।

জিএস পদে এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন আম্মার। তিনি পেয়েছেন ৮২৭২টি ভোট। অন্যদিকে একই পদে শিবির সমর্থিত ফজলে রাব্বি ফাহিম রেজা পান ৪৩৩৬ ভোট।

এজিএস পদে ৫০৭২ ভোট পেয়ে এগিয়ে আছেন শিবির সমর্থিত সালমান সাব্বির। ছাত্রদল সমর্থিত প্রার্থী জাহিন বিশ্বাস এষা এই পদে পেয়েছেন ৪১৭১ ভোট।

এর আগে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। বিকেল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে কেন্দ্রীয়ভাবে ১৭টি কেন্দ্রের ফলাফল গণনা শুরু হয়।

এবারের রাকসু নির্বাচনে ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি ভোটকেন্দ্রে। কেন্দ্রীয় রাকসুর ২৩টি পদে মোট ৩০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদ। সিনেটের ছাত্র প্রতিনিধির পাঁচটি পদে ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে ১৭টি হল সংসদের ২৫৫টি পদে মোট ৫৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটারের ৩৯ দশমিক ১০ শতাংশ নারী, ৬০ দশমিক ৯০ পুরুষ।