News update
  • WHO Says Traditional Medicine Use Surges Worldwide     |     
  • UN Report Calls for New Thinking to Secure a Sustainable Future     |     
  • BNP moves to finalise seat sharing as alliance friction grows     |     
  • BNP plans universal 'Family Card' for all women: Tarique Rahman     |     
  • Tangail saree weaving gets recognition as intangible cultural heritage     |     

এখন সময় ঐক্যের শক্তি অনুভব করার : প্রধান উপদেষ্টা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-10-17, 8:08am

prdaan-updessttaa-84169779eb4b9f0704ae6fe1796bce881760666882.jpg




অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এখন সময় আমাদের একসাথে উদযাপন করার - ঐক্যের শক্তি অনুভব করার এবং গর্ব ও আশার এই ঐতিহাসিক দিন থেকে শক্তি অর্জন করার।

বৃহস্পতিবার (১৬ অক্টােবর) এক বার্তায় তিনি এসব কথা বলেন। 

শুক্রবার (১৭ অক্টােবর) বিকেল চার টায় সকল টিভি এবং অনলাইন মিডিয়াকে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান জানিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, প্রতিটি বাংলাদেশি - আপনারা যেখানে যে অবস্থায়ই থাকুন না কেন, বাড়িতে কিংবা ভ্রমণে, দোকান কিংবা কারখানায়, কর্মস্থল, ফসলের ক্ষেত কিংবা খেলার মাঠে - অবশ্যই এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হোন!

প্রধান উপদেষ্টা বলেন, আমরা দেখাতে চাই, আমাদের রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত পার্থক্য সত্ত্বেও, আমরা এক ঐক্যবদ্ধ জাতি হিসেবে একসাথে দাঁড়িয়ে আছি।

উল্লেখ্য, আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল চার টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ঐতিহাসিক জুলাই সনদ–এর স্বাক্ষর অনুষ্ঠান। অনুষ্ঠান ঘিরে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা।