News update
  • Global Leaders Pay Tribute as Condolences Pour In for Khaleda Zia     |     
  • Govt Declares 3-Day Mourning, Wednesday Holiday for Khaleda Zia     |     
  • Khaleda Zia: Icon of Bangladesh’s Democracy and Leadership     |     
  • Over 1 Million Voters Register for Postal Ballots in Bangladesh     |     
  • Begum Khaleda Zia, Uncompromising Leader of Bangladesh, Dies     |     

পাকিস্তানের হার নিয়ে মুখ খুললেন শোয়েব

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2023-09-12, 2:50pm

image-239426-1694504694-d994ccfbd920967bbbe6839b8d72a8561694508648.jpg




এশিয়া কাপে নিজেদের প্রথম দেখায় ভারতের বিপক্ষে লড়তে না পারলেও বৃষ্টিবিঘ্নিত সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে হারতে হয়েছে ২২৮ রানের রেকর্ড ব্যবধানে। বল হাতে বোলাররা নিষ্প্রাণ থাকার পর ব্যাট হাতেও পাকিস্তানি ব্যাটাররা থাকেন নিজেদের ছায়া হয়ে। যে কারণে ভারতের দেওয়া ৩৫৭ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১২৮ রানেই গুটিয়ে যেতে হয় র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দলটিকে।

রিজার্ভ ডে’তে পাকিস্তান যে ভারতের কাছে পাত্তাই পাবে না সেটি হয়তো আগে থেকেই টের পেয়েছিলেন সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার। সে কারণেই হয়তো তিনি টুইট করে বলেছিলেন ‘বারসোরে মেঘা মেঘা’। হিন্দি এই গানটির মাধ্যমে মূলত আহ্বান জানানো হয় বৃষ্টিকে।

সাবেক পাকিস্তানি এই পেসার পাকিস্তানের এমন ভরাডুবির আশঙ্কা করেই হয়তো রিজার্ভ ডে’র দিনেও বৃষ্টির আহ্বান করছিলেন।

কিন্তু শোয়েবের এই প্রার্থনা পৌঁছাতে পারেনি সৃষ্টিকর্তার দরবারে। যে কারণে বৃষ্টি হলেও ভেস্তে যায়নি ম্যাচটি। হারকে সঙ্গী করে মাঠ ছাড়তে হয় পাকিস্তানকে।

খেলার সময় শোয়েবের সেই টুইট জন্ম দিয়েছিল সমালোচনার। সেটি কাটাতে ম্যাচ শেষে এক ভিডিও বার্তা দেন সাবেক এই গতিতারকা।

দলের এমন হারকে অপমানজনক বলে মনে করছেন কিংবদন্তি এই তারকা। তবে ভারতের প্রশংসার পাশাপাশি দলের হয়ে ব্যাট চালান তিনি।

শোয়েব বলেন, ‘এক ম্যাচ দিয়েই পাকিস্তানকে বাতিল করা যাবে না। যেমন এক ম্যাচ দিয়ে ভারতকেও বাতিল করার সুযোগ নেই। ভারতকে অনেক অনেক শুভেচ্ছা। এই জয় তাদের খুব ভালোভাবেই প্রাপ্য ছিল। তারা দুর্দান্ত খেলেছে। তারা ব্যাটিং-বোলিং দুটিতেই খুব অসাধারণ করেছে।

ভারতীয় বোলিং লাইন এই বার্তা দিয়েছে যে তারা পুরোপুরি আগ্রাসী মানসিকতা নিয়ে খেলবে এবং উইকেট নেবে। আর আমরা দ্রুত আউট করব। তারা সেটা করেও দেখিয়েছে। একজন পেসার হিসেবে এটা আমার কাছে খুব ভালো লেগেছে। বুমরাহ খুবই ভালো স্পেল করছে। সিরাজও খুব ভালো করেছে।’

এদিকে আলোচিত সেই টুইটের প্রসঙ্গে তিনি বলেন, ‘বৃষ্টির জন্য প্রার্থনা করছিলাম। ভাবছিলাম যে বৃষ্টি হয়ে যাক। জীবনটা বাঁচুক। তবে এভাবে আসলে হয় না। পাকিস্তান বেশ অপমানজনকভাবে হেরেছে। পাকিস্তান ১২৮ রানে অলআউট হয়েছে। এটা খুবই আশঙ্কাজনক ব্যাপার।’

‘এত ভালো ব্যাটিং উইকেটে পাকিস্তান টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত কেন নিলো? আর এত ভালো দল ভারতকে ম্যাচে ফেরার সুযোগ কেন দিলো? এই সিদ্ধান্ত আমার কাছে একটু অদ্ভুতই ঠেকেছে। এর ফলও এখন আপনারা দেখতে পাচ্ছেন’, তিনি যোগ করেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।