News update
  • RMG workers block Dhaka-Mymensingh highway for Aug salary     |     
  • Netanyahu, we're not leaving Gaza City: Palestinians     |     
  • JUCSU voting in progress in a festive mood     |     
  • Exporters to import duty-free raw materials: NBR Chairman     |     
  • Gaza aid flotilla activists say second boat hit by suspected drone     |     

সাকিবের যে রেকর্ড ছুঁয়ে ফেললেন কোহলি

গ্রীণওয়াচ ডেক্স ক্রিকেট 2023-10-23, 7:41am

resize-350x230x0x0-image-244815-1697997681-521cbb11a101611539cfd5a18eedf8701698025288.jpg




২০০৩ বিশ্বকাপে সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে জিতেছিল ভারত। এরপর প্রায় দুই দশক কেটে গেলেও বিশ্বকাপের মঞ্চে কিউইদের বিপক্ষে জিততেই পারছিল না তারা। অবশেষে ঘরের মাঠে বিরাট কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ে সেই আক্ষেপ ঘুচালো রোহিত শর্মারা। দুর্দান্ত ব্যাটিংয়ের পরও সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ২০ বছরের সেই খরা কাটিয়ে দুর্দান্ত জয় তুলে নিলো ভারত। এতে চলমান বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচে জিতে সেমির পথেও আরেক ধাপ এগিয়ে গেল স্বাগতিকরা।

রোববার (২২ অক্টোবর) ধর্মশালায় টস হেরে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৭৩ রান তুলেছিল নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ১৩০ রান করেছেন ড্যারিল মিচেল। ভারতের হয়ে ৫ উইকেট শিকার করে দলের সেরা বোলার মোহাম্মদ শামি।

জবাবে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দলীয় ১৯১ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। তবে কোহলির ৯৫ রানের অনবদ্য ইনিংসে ভর করে ৪৮ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

এই ইনিংস খেলার মাধ্যমে বিশ্বকাপে টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের এক রেকর্ড ছুঁয়ে ফেললেন কোহলি। বিশ্বকাপে ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলার রেকর্ডে সাকিবকে ছুঁয়ে ফেলেছেন তিনি। দুজনেই বিশ্বকাপে ১২টি করে ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলেছেন।

১২টি করে ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলার কীর্তি আছে লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারারও। তারা তিনজনেই যৌথভাবে আছেন তালিকার দুইয়ে। ২১ বার ৫০ বা তার বেশি রান করে শীর্ষে আছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। তথ্য সূত্র আরটিভি নিউজ।