News update
  • Shibir’s Silent Resilience Yields Historic Ducsu Victory     |     
  • Nepal army deployed as protesters want ex-CJ as interim leader     |     
  • RMG workers block Dhaka-Mymensingh highway for Aug salary     |     
  • Netanyahu, we're not leaving Gaza City: Palestinians     |     
  • JUCSU voting in progress in a festive mood     |     

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে কারা?

গ্রীণওয়াচ ডেক্স ক্রিকেট 2023-11-16, 11:09am

resize-350x230x0x0-image-248130-1700111216-6222c40627354abc1a3ba160a287a6f01700111382.jpg




ভারতে চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়। এ দুই হেভিওয়েট দলের মধ্যে ম্যাচের আগে দেখে নেয়া যাক ওয়ানডে পরিসংখ্যানে এগিয়ে কারা?

এবার বিশ্বকাপে দুর্দান্তভাবে শুরু করা দক্ষিণ আফ্রিকা গ্রুপ পর্বে নয় ম্যাচের মধ্যে সাতটি ম্যাচে জয় পেয়েছে। অপরদিকে অস্ট্রেলিয়ার প্রথম দুই ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কা জেগেছিল। তবে এরপর টানা সাত ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে প্যাট কামিন্সের দল।

এবার বিশ্বকাপের হাইভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনালে লড়াইয়ে নামছে দুই দল। গ্রুপ পর্বে এই দুই দলের দেখায় বড় ব্যবধানে জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। পাশাপাশি ওয়ানডেতে পরিসংখ্যানের দিক দিয়েও এগিয়ে আছে প্রোটিয়ারা। শেষ ১০ বারের মুখোমুখি দেখায় অজিদের ২ জয়ের বিপরীতে ৮ ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা।

এই পর্যন্ত মোট ১০৯ বার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। যার মধ্যে দক্ষিণ আফ্রিকা ৫৫ বার জয় পেয়েছে, অন্যদিকে অস্ট্রেলিয়া ৫০টি ম্যাচে জয় পেয়েছে। তিনটি ম্যাচ টাই হয়েছে। আর একটি ম্যাচে কোনো ফল আসেনি।

তবে এই দুই দলের বিশ্বকাপে দেখা হয়েছে ৭ বার। যেখানে দুই দলই তিনটি করে ম্যাচে জয় পেয়েছে এবং একটি ম্যাচ টাই হয়েছে। ১৯৯৯ সালের বিশ্বকাপে সেমিফাইনাল ম্যাচটি টাই হয়েছিল এই দুই দলের মধ্যে। পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় টাই হয়েও ফাইনালের টিকিট কেটেছিল অস্ট্রেলিয়া।

শেষ ১০ লড়াই :

৬ জুলাই ২০১৯, ম্যানচেস্টার : দক্ষিণ আফ্রিকা ১০ রানে জয়ী

২৯ ফেব্রুয়ারি ২০২০, পার্ল : দক্ষিণ আফ্রিকা ৭৪ রানে জয়ী

৪ মার্চ ২০২০, ব্লোয়েমফন্টেইন : দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী

৭ মার্চ ২০২০, পচেফস্ট্রুম : দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী

৭ সেপ্টেম্বর ২০২৩, ব্লোয়েমফন্টেইন : অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী

৯ সেপ্টেম্বর ২০২৩ : ব্লোয়েমফন্টেইন : অস্ট্রেলিয়া ১২৩ রানে জয়ী

১২ সেপ্টেম্বর ২০২৩, পোচেফস্ট্রুম : দক্ষিণ আফ্রিকা ১১১ রানে জয়ী

১৫ সেপ্টেম্বর ২০২৩, সেঞ্চুরিয়ন : দক্ষিণ আফ্রিকা ১৬৪ রানে জয়ী

১৭ সেপ্টেম্বর ২০২৩, জোহানেসবার্গ : দক্ষিণ আফ্রিকা ১২২ রানে জয়ী

১২ অক্টোবর ২০২৩, লখনৌ : দক্ষিণ আফ্রিকা ১৩৪ রানে জয়ী তথ্য সূত্র আরটিভি নিউজ।