আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র্যাংকিং তালিকায় দ্বিতীয়স্থনে উঠে এসেছেন ইংল্যান্ডের ফিল সল্ট।
সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ৩৩১ রান করেন সল্ট। টি-টোয়েন্টিতে পাঁচ ম্যাচের সিরিজে কোন ব্যাটারের এটিই সবচেয়ে বেশি রান। ৮০২ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে জায়গা করে নেন সল্ট। এতে পেছনে পড়ে গিয়েছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। তৃতীয়স্থানে নেমে গেছেন রিজওয়ান। এই তালিকার ৮৮৭ রেটিং নিয়ে শীর্ষে আছেন ভারতের সূর্যকুমার যাদব।
টি-টোয়েন্টিতে বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ। তার রেটিং ৭২৬। ২৭২ রেটিং নিয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। বাসস