News update
  • Dhaka’s air quality ‘moderate’ Thursday morning     |     
  • Injured nilgai rescued in Panchagarh     |     
  • Nobody wins trade wars, Guterres warns     |     
  • China positions itself as 'free trade champion' as tariffs hit     |     
  • US imposes New Sanctions Targeting Iran’s Nuclear Program     |     

শপথ নিতে এসে যা বললেন সাকিব

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-01-10, 2:05pm

isfiauifauoif-620ed00a70a74a4196908104f8debe5f1704873923.jpg




বিশ্ব ক্রিকেটে দ্যুতি ছড়িয়ে প্রথমবারের মতো ভোটে দাঁড়িয়েই চমক দেখিয়েছেন সাকিব আল হাসান। জয় দিয়েই রাজনীতিতে অভিষেক হয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

এবার সংসদ সদস্য হিসেবে শপথ নিতে এসে ক্রিকেটার সাকিব আল হাসানের মন্তব্য, ব্যাপারটা নতুন, বাট অভ্যাস হয়ে যাবে।

বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে শপথ নেন আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যরা। একাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করান।

শপথ নিতে এসে সাংবাদিকদের সাকিব বলেন, ব্যাপারটা নতুন, বাট অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে। চেষ্টা করব মানুষের জন্য কাজ করার, মাগুরার মানুষের জন্য কাজ করার।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান নৌকা প্রতীক নিয়ে এক লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন ডাব প্রতীকে পান ৫ হাজার ৯৭৩ ভোট। তথ্য সূত্র আরটিভি নিউজ।