News update
  • Storm Alert Issued for Dhaka and Eight Other Regions     |     
  • 58 killed in deadliest US strike on Yemen     |     
  • BNP Opposes Reforms to Constitution’s Core Principles      |     
  • Time to Repair Bangladesh–Pakistan Ties     |     
  • Dhaka’s air quality recorded ‘unhealthy’ Friday morning     |     

কেন ভারতে যেতে দেরি সাকিবের, জানা গেল কারণ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-09-18, 12:39pm

afp_20240814_36e99tx_v3_highres_cricketpakbanpoliticspractice_1-2702eb2c7c1ef4031dbb732779ec31491726641591.jpg




বাংলাদেশ-ভারত প্রথম টেস্ট মাঠে গড়াতে আর বাকি মাত্র একদিন। এরই মধ্যে চেন্নাইয়ে দুইদিন অনুশীলন সেশন করেছে বাংলাদেশ দল। তবে, তাতে দেখা যায়নি অলরাউন্ডার সাকিব আল হাসানকে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে কেন দলের সঙ্গে যোগ দেননি সাকিব। ঠিক কি কারণে তার যোগ দিতে দেরি, এবার জানা গেল সেই কারণও।

জানা গেছে, এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব। আজ দলের সঙ্গে আনুষ্ঠানিক অনুশীলন সেশনে যোগ দেবেন তিনি। মূলত ভারতের ভিসা পেতে দেরি হওয়ায় সাকিব শুরু থেকে দলের সঙ্গে যোগ দিতে পারেননি। পরে সংযুক্ত আরব আমিরাত থেকে সাকিবের ভারতের ভিসার ব্যবস্থা করা হয়।

অবশ্য দলের সঙ্গে অনুশীলন করতে না পারলেও পাকিস্তান সিরিজ শেষেই ইংল্যান্ডের কাউন্টি দল সারের হয়ে খেলতে চলে যান সাকিব। সেখানে একটি চার দিনের ম্যাচ খেলেছেন সাকিব। ব্যাট হাতে দুই ইনিংসে ১২ ও ০ রানে আউট হলেও বল হাতে তিনি ছিলেন দুর্দান্ত।  প্রথম ইনিংসে ৯৭ রানে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৯৬ রানে ৫ উইকেট। এই সিরিজে ব্যাট হাতে ছন্দ ফেরাও সাকিবের জন্য বড় চ্যালেঞ্জ।

আগামীকাল শুরু হবে চেন্নাই টেস্ট। এরপর ২৭ সেপ্টেম্বরে কানপুরে শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। টেস্টের পর রয়েছে টি-টোয়েন্টি। ৬, ৯ এবং ১২ অক্টোবর দুই দল তিনটি টি-টোয়েন্টি খেলবে। সবমিলিয়ে বেশ ব্যস্ত সময় পার করবেন ক্রিকেটাররা। তথ্য সূত্র এনটিভি নিউজ।