News update
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     
  • Sudan war becomes more deadly: Ethnically motivated attacks up     |     
  • Dhaka's RMG exports reach $38.48 bn in 2024: New markets up     |     
  • Bangladesh’s GDP Growth to Decline to 4.1% in FY25: WB     |     

এবার সরাসরি চুক্তিতে সাকিবকে দলে ভিড়ালো গল মারভেলস

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-10-16, 3:47pm

retewtewtr-191f3873e37989fcccac83fbf4750bab1729072049.jpg




ভারত সিরিজের সময় আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব আল হাসান। এরপরই যেনও এই অলরাউন্ডারের পিছনে হুমড়ি খেয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন লিগের ফ্র্যাঞ্চাইজিগুলো। কয়েকদিন আগেই সাকিবকে আইকন ক্রিকেটার হিসেবে দলে নিয়েছে আবুধাবি টি-টেন লিগের দল বাংলা টাইগার্স।

সেই রেশ কাটতে না কাটতেই সাকিবকে নিয়ে কাড়াকাড়ি শুরু করে শ্রীলঙ্কার টি-টেন লিগের দল গল মারভেলস। যেখানে তাকে ডিরেক্ট সাইনিংয়ে সবার আগে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ফলে টি-টোয়েন্টির পর এবার টি-টেন ক্রিকেটে গ্লোবাল সুপারস্টার হয়ে উঠছেন সাকিব। সবশেষ যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগের টি-টেন সংস্করণে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি।

টি-টেন স্পোর্টস ম্যানেজমেন্টের উদ্যোগে আগামী ডিসেম্বরে মাঠে গড়াবে লঙ্কা টি-টেন। এতে ৬টি দল অংশ নেওয়ার কথা রয়েছে। গল মারভেলস ছাড়াও বাকি দলগুলো হলো-বাংলা টাইগার্স হাম্বান্টোটা, কলম্বো স্ট্রাইকার্স, ক্যান্ডি বোল্টস, জাফনা টাইটান্স ও ডাম্বুলা জাগুয়ার্স ব্রেভস।

যার ফলে এই টুর্নামেন্টে আবুধাবি টি-টেন লিগের দল বাংলা টাইগার্সের প্রতিপক্ষ হিসেবে খেলবেন সাকিব। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের বিপক্ষে লড়াইয়ের পর নির্ধারিত হবে প্লে-অফ খেলবে কারা।

গল মারভেলস প্রথম ক্রিকেটার হিসেবে দলে নিয়েছে সাকিবকে, তাও ড্রাফটের আগেই। লঙ্কা প্রিমিয়ার লিগে খেলা এই দল তাদের এই যাত্রাকে চ্যাপ্টার টু আনফোল্ডস হিসেবে আখ্যায়িত করেছে। সাকিবকে এক্সেপশনাল অলরাউন্ডার হিসেবে উল্লেখ করে তার অভিজ্ঞতা ও শক্তি মাঠে কাজে লাগানোর ব্যাপারে মুখিয়ে আছে দলটি।

প্লাটিনাম ক্যাটাগরির প্রি-ড্রাফট পিক হিসেবে সাকিবকে দলে নিয়েছে গল। আন্তর্জাতিক ক্রিকেটের দুই ফরম্যাট থেকে অবসর নেওয়ায় এই অলরাউন্ডারের এখন খেলার চাপ কম, তাই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আগের চেয়েও বেশি মনোযোগী হতে পারবেন তিনি।

উল্লেখ্য, আসন্ন বিপিএলে চিটাগং কিংসের হয়ে মাঠ মাতাবেন দেশসেরা এই তারকা ক্রিকেটার। সরাসরি চুক্তিতে সাকিবকে দলে নিয়েছে তারা।আরটিভি