News update
  • Five Shariah Banks to Merge Into State-run Sammilito Islami Bank     |     
  • Dhaka’s air ‘unhealthy for sensitive groups’ Wednesday morning     |     
  • US proposes that the UN authorize a Gaza stabilization force for 2 years     |     
  • Democrat Zohran Mamdani is elected New York City mayor     |     
  • Martyr Mugdha's brother Snigdha steps into politics with BNP     |     

অস্ট্রেলিয়ায় গ্রুপ পর্ব থেকেই বিদায় বাংলাদেশের

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-08-23, 5:32pm

img_20250823_173007-fcfb7f4e74528c301e3b8bdf402e8eea1755948739.jpg




টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে ভালো কিছু করা লক্ষ্য নিয়ে দশে ছেড়েছিল বাংলাদেশ ‘এ’ দল। তবে সেমিফাইনাল নিশ্চিত করতে পারেনি টাইগাররা। সবশেষ অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে ৭ উইকেটে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে সোহান বাহিনী।

শনিবার (২৩ আগস্ট) বাঁচা-মরার ম্যাচে আগে ব্যাট করতে নেমে অ্যাডিলেড স্ট্রাইকার্সকে ১৭৫ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে ১১ বল এবং ৭ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় অ্যাডিলেড।

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে অ্যাডিলেডকে উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার ম্যাককেঞ্জি হার্ভি ও জ্যাক উইন্টার। তবে ইনিংস বড় করতে পারেননি উইন্টার। ৩৫ বলে ৩৫ রান করে সাজঘরে ফেরেন তিনি।

কিন্তু অপর প্রান্ত আগলে রেখে ব্যাট চালাতে থাকেন হার্ভি। দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত তার ৫৩ বলের অপরাজিত ১০২ রানে ভর করে ১১ বল এবং ৭ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় অ্যাডিলেড।

এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন জিশান আলমও। তরুণ এই ওপেনার এক প্রান্তে দুর্দান্ত ব্যাটিং করলেও আরেক প্রান্তে বেশ ভুগেছেন আরেক ওপেনার নাঈম শেখ। ১৭ বলে ১৫ রান করা নাঈমকে মুক্তি দিয়েছেন ওয়াদিয়া।

তিনে নেমে নাইমের পথেই হেঁটেছেন সাইফ হাসান। জিশান রানের চাকা সচল রাখলেও সাইফ এগিয়েছেন বেশ ধীরগতিতে। উইকেটে থিতু হয়েও গিয়ার পরিবর্তন করতে পারেননি। শেষ পর্যন্ত ১৯ বলে করেছেন ১৫ রান। নাঈম-সাইফের এসবের মাঝেও দারুণ ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন জিশান। 

তরুণ এই ওপেনার সবমিলিয়ে ৩৮ বলে করেছেন ৫০ রান। মিডল অর্ডারে আফিফ হোসেন-ইয়াসির আলির ব্যাটে গিয়ার পরিবর্তন করে বাংলাদেশ। দুজনের ঝোড়ো ব্যাটিংয়ে শেষ ৫ ওভারে ৭০ রান তুলে দল। শেষ পর্যন্ত ইয়াসিরের ২৫ রান এবং আফিফের অপরাজিত ৪৯ রানে ভর করে ১৭৫ রানের পুঁজি পায় বাংলাদেশ।