News update
  • OIC Deeply Regrets UNSC Failure to Accept Palestine as UN Member      |     
  • Retaliatory spiral in Middle East must end, says UN chief      |     
  • Rakhine State once again becomes a battleground: UN HR Chief      |     
  • No political case filed against BNP men: PM Hasina     |     
  • Iran fires at attack drones near Isfahan air base, nuke site     |     

ঝিনাইদহে আরো ৬টি অনিবন্ধিত মেডিকেল সেন্টারে তালা

ঝিনাইদহ প্রতিনিধি খবর 2022-05-29, 7:27am

jhenidah-photo-02-2-488a863121c112be5435cf99416538b41653787649.jpg




ঝিনাইদহের শৈলকুপায় অভিযান চালিয়ে ৬টি অনিবন্ধিত প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা অভিযানে উপজেলার কবিরপুর, হাটফাজিলপুর ও লাঙ্গলবাধ এলাকায়  এ অভিযান চালানো হয়।

এসময় প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের শর্তাবলি পূরণ না করায় ২টি ক্লিনিক ও ৪ ডায়াগনস্টিক সেন্টার কে বন্ধ ঘোষণা করে সিলগালা করে দেওয়া হয়।

অভিযানে কবিরপুর এলাকার সিটি ডায়াগনস্টিক সেন্টার, হাটফাজিলপুরের অর্পন ডায়াগনস্টিক সেন্টার ও লালন শাহ ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক সেন্টার এবং লাঙ্গলবাধ এলাকার মা কেয়ার প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনোস্টিক সেন্টারে তালা লাগিয়ে সিলগালা করে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডা. শাহনেওয়াজ ইবনে কাশেম। এসময় উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সুজায়েত হোসেন, স্যানিটারি ইন্সপেক্টর ওয়াহিদুজ্জামান মিয়া ও পুলিশ সদস্যবৃন্দ।