News update
  • Guideline on heat-related illnesses to be launched tomorrow     |     
  • Flood-hit Kenya and Tanzania on alert as cyclone nears     |     
  • Mangoes dropping early in Rajshahi amid intense heat     |     
  • Bomb kills at least 12 people, including children, in Congo     |     
  • Dhaka’s air unhealthy for sensitive groups Saturday morning     |     

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-06-24, 3:52pm

image-47613-1656050373-531b37d76cc845a378208ef5d9fab8101656064325.jpg




সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাক চাপায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার ইসলামপুরের হনুফা বেগম ও তার ছেলে এমরাজ মিয়া।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, সকালে সিলেট থেকে কোম্পানীগঞ্জের দিকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাচ্ছিল। তেলিখাল এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিলে অটোরিকশা আরোহী মা ও ছেলে এবং চালকসহ ৫ জন আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।

আহত অন্যরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি জানান, আটক করা হয়েছে ঘাতক ট্রাক। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।

যথাযথ আইনি প্রক্রিয়া মেনে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে গত ১৬ জুন থেকে যান চলাচল বন্ধ ছিল। পরে পানি নামলেও তেলিখালে একটি সেতু ভেঙে যাওয়ায় যান চলাচল শুরু করা যায়নি। সেনাবাহিনী সেতুটি মেরামত করার পর বৃহস্পতিবার থেকে ওই সড়কে যান চলাচল শুরু হয়। তথ্য সূত্র বাসস।