News update
  • FAO Warns of ‘Silent Crisis’ as Land Loss Threatens Billions     |     
  • Indices tumble on both bourses amid broad-based sell-off     |     
  • BNP Names 237 Possible Candidates for Polls     |     
  • Bangladeshi leader of disabled people of world Dulal honoured     |     
  • UN Report Warns Inequality Fuels Global Pandemic Vulnerability     |     

ঢাকায় রাশিয়ান হাউসে বার্ষিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা খবর 2023-09-26, 11:23pm

img-20230926-wa0025-d331cc5cb0adc3ca54cdf5f0843727821695748994.jpg




ঢাকায় রাশিয়ান হাউস আন্তর্জাতিক সাংবাদিক সংহতি দিবস উপলক্ষে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এক বার্ষিক সংবাদ সম্মেলনের আয়োজন করে। 

এই অনুষ্ঠানে ঢাকায় রাশিয়ান হাউসের কার্যক্রম ব্যাপকভাবে আলোচিত হয়। ঢাকায় রাশিয়ান হাউসের পরিচালক পাভেল দভয়চেনকভ অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন।

পাভেল দভয়চেনকভ তার বক্তৃতায় উল্লেখ করেন যে, দৈনিক জনজীবনে সংবাদ মাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনে যথাসাধ্য চেষ্টা করছেন। বাংলাদেশে প্রিন্ট মিডিয়া ছাড়াও অনলাইন সাংবাদিকতা এখন খুবই জনপ্রিয় ও সক্রিয় এবং বাংলাদেশের টিভি চ্যানেলগুলো এখন বিশ্বের উন্নত দেশগুলোর মতো আধুনিক ও নির্ভরযোগ্য মিডিয়া।

ঢাকায় রাশিয়ান হাউসের পরিচালক রাশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়ান সরকারের বৃত্তি এবং ২০২৩ ও ২০২৪ সালে রাশিয়ান সরকারের আন্তর্জাতিক ইভেন্টের বিষয়ে হালনাগাদ তথ্য  দিতে গিয়ে বলেন যে প্রতি বছর রাশিয়ান সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বেশ কিছু বৃত্তি প্রদান করে এবং ঢাকায় রাশিয়ান হাউসের মাধ্যমে প্রচার সহ সকল প্রকার সহায়তা কার্যক্রম পরিচালনা করে। গত শিক্ষাবর্ষে (২০২৩-২০২৪) বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মোট বৃত্তির সংখ্যা ছিল ১১০টি। এর ধারাবাহিকতায়, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষেও বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যা ক্রমান্বয়ে বাড়তে থাকবে। তিনি বলেন, বৃত্তি আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে পরবর্তী শিক্ষাবর্ষের জন্য, যা ১সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর, ২০২৩ পর্যন্ত নির্ধারিত হবে।

রাশিয়ায় উচ্চশিক্ষার পাশাপাশি, ঢাকায় রাশিয়ান হাউস নিউ জেনারেশন প্রোগ্রামও বাস্তবায়ন করছে, যা বাংলাদেশের যুব প্রতিনিধিদের জন্য রাশিয়ায় স্বল্পমেয়াদী অধ্যয়ন সফর। এ বছরও ঢাকায় রাশিয়ান হাউস নিউ জেনারেশন প্রোগ্রামে বাংলাদেশি প্রতিনিধিদের অংশগ্রহণের জন্য কার্যক্রম শুরু করেছে, যা শীঘ্রই বাস্তবায়িত হতে যাচ্ছে, পাশাপাশি রাশিয়ান হাউসের মাধ্যমে তরুণ বাংলাদেশি বন্ধুদের বিশ্ব যুব উৎসব-২০২৪-এ অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। যা আগামী বছরের মার্চের শুরুতে অনুষ্ঠিত হবে, যেখানে ১৮ থেকে ৩৫ বছর বয়সী ২০,০০০ রাশিয়ান এবং বিদেশী তরুণ নেতারা ব্যবসা, মিডিয়া, শিক্ষা, বিজ্ঞান, আন্তর্জাতিক সহযোগিতা, সংস্কৃতি, স্বেচ্ছাসেবকতা, খেলাধুলা এবং সামাজিক জীবনের অন্যান্য ক্ষেত্রের পেশাদাররা উৎসবে জড়ো হবেন। 

সভায় বাংলাদেশের বিশিষ্ট স্থানীয় ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়া সহ টেলিভিশন চ্যানেলের অনেক সাংবাদিক ও মিডিয়া প্রতিনিধি উপস্থিত ছিলেন। তারা ঢাকায় রাশিয়ান হাউসের কার্যক্রম সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নও করেন। রাশিয়ান হাউসের পরিচালক আন্তরিকভাবে তাদের সমস্ত প্রশ্নের উত্তর প্রদান করেন এবং কৃতজ্ঞতার সাথে সবাইকে ধন্যবাদ জানান।