News update
  • Christmas in Bangladesh Thursday     |     
  • Bangladesh Bars Internet Shutdowns, Restores BTRC Autonomy     |     
  • Tarique Rahman Leaves London for Bangladesh After 17 Years     |     
  • Govt welcomes Tarique Rahman’s return, assures full coop     |     
  • BNP strikes polls deal with 7 more partners, reserves 8 seats     |     

নাশকতাকারীদের দেখামাত্র গুলি : ডিএমপি কমিশনার

গ্রীণওয়াচ ডেক্স খবর 2023-11-11, 8:13pm

image-247488-1699710677-259190b9b110cd79b62d2fbd96f018951699712030.jpg




অবরোধ ও হরতালের নামে যানবাহনে আগুন দেওয়াসহ নাশকতাকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

রোববার (১২ নভেম্বর) ভোর ৬টা থেকে বিএনপির চতুর্থ দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি সামনে রেখে ডিএমপি কমিশনার এই নির্দেশনা দেন।

শনিবার (১১ নভেম্বর) বিকেলে তিনি গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ওয়্যারলেস সেটে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে আজ বিকেলে নির্দেশ দিয়ে বলেন, আগামীকাল থেকে আরও ৪৮ ঘণ্টার অবরোধ। আগে আমাদের অফিসাররা যেভাবে কাজ করেছে, সেই কাজের গতি আরও বাড়াতে হবে। সন্ধ্যাবেলা কোন কোন স্থানে গাড়ি পোড়াচ্ছে, তা আমরা জানি।

ডিএমপি কমিশনার আরও বলেন, ডিসি (উপকমিশনার), এডিসি (অতিরিক্ত উপকমিশনার), এসি (সহকারী কমিশনার), ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা), পরিদর্শক (তদন্ত), পরিদর্শক (অপারেশনস) ও অন্যান্য টহল দলসহ যেন রাত ১২টা পর্যন্ত মাঠে থাকে। সবাই যেন নজরদারিতে (ওয়াচে) থাকে, কোনোভাবে কেউ যেন কোনো ঘটনা ঘটাতে না পারে।

এ ব্যাপারে জানতে চাইলে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান আজ বিকেলে গণমাধ্যমকে বলেন, যানবাহনে আগুন দেওয়াসহ যারা নাশকতা করছে, তাদের দেখামাত্র গুলি করতে মাঠে থাকা পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।