News update
  • Gaza aid flotilla activists say second boat hit by suspected drone     |     
  • Shibir-backed candidates win top DUCSU posts with big margin     |     
  • Female dorm Ruqayyah Hall comes up for Shibir this time      |     
  • Bangladesh 2024, Nepal 2025: Youth Movements Force Leaders Out     |     
  • Nepal PM resigns as 19 killed in social media ban, graft protests     |     

ট্রেনে আগুনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চায় ফ্রান্স

গ্রীণওয়াচ ডেক্স খবর 2024-01-06, 11:47am

trein-ok-done-44ca85551b65ec1d5b661d09e8b62fb81704520184.jpg




রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই মতামত দিয়েছে। তিনি এর জন্য বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন। সেই সঙ্গে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তিনি।

শনিবার (৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এই মতামত জানান তিনি।

পোস্টে ফ্রান্স রাষ্ট্রদূত বলেন, দুর্ভাগ্যবশত আগেই বলা হয়েছে, কোথাও সহিংসতা বাড়ছে না। নিহত চারজনের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা। নতুন এই ট্র্যাজেডির পর বিচার বিভাগীয় তদন্তের ফলাফল জানতে আগ্রহী।

এর আগে ঢাকা-মাওয়া রেলপথে বেনাপোল এক্সপ্রেসে রাত ৯টা ৫ মিনিটে আগুনের ঘটনা ঘটে। রাত ১০টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান গণমাধ্যমকে বলেন, ট্রেনটি চলন্ত অবস্থায় ছিল। ট্রেনের চারটি বগি পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে আটটি ইউনিট।

গত ১৯ ডিসেম্বর ভোরে ঢাকার তেজগাঁও এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনে এক নারী ও তার শিশু সন্তানসহ চারজন দগ্ধ হয়ে মারা যান।

এ নিয়ে গত ২৮ অক্টোবরের পর ট্রেনে আগুনের ঘটনায় মোট আটজনের মৃত্যু হলো।  তথ্য সূত্র আরটিভি নিউজ।