News update
  • 2 dead, six hurt in Sherpur micro-autorickshaw-motorbike crash     |     
  • One killed over loud music row at wedding party in Natore     |     
  • Fire breaks out at jacket factory in Chattogram     |     
  • Dhaka, Delhi agree to bring down border killings to zero     |     
  • Natore’s Baraigram OC closed over negligence in bus robbery case     |     

ঈদযাত্রা স্বস্তি নিয়েই রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-06-13, 1:22pm

sa_1712523562-d4d557d6e77f9057dcb5baf74e1114c41718263482.jpg




ঈদযাত্রার দ্বিতীয় দিনে বেশ স্বস্তি নিয়েই রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। বাস কিংবা ট্রেন, কোথাও ভোগান্তির কোনো খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৩ জুন) সকাল থেকে প্রতিটি ট্রেনই যথাসময়ে কমলাপুর রেলস্টেশন থেকে গন্তব্যের উদ্দেশে যাত্রা করেছে।

এখন পর্যন্ত কোনো ট্রেনে যাত্রার বিলম্বের খবর পাওয়া যায়নি। এদিন সকালের ট্রেনগুলোতে তুলনামূলকভাবে যাত্রী চাপ কম দেখা গেছে। অন্যান্য ঈদে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোতে উপচেপড়া ভিড় থাকলেও দ্বিতীয় দিনের ঈদযাত্রায় যাত্রী চাপ তেমন লক্ষ্য করা যায়নি। পূর্বাঞ্চলের ট্রেনও ছিল ফাঁকা। ভিড় কম আর শিডিউল মেনে সঠিক সময়ে ট্রেন ছাড়ায় স্বস্তির কথা জানিয়েছেন যাত্রীরা।

এদিন দুইটি ঈদ স্পেশালসহ ৪৩টি আন্তঃনগর ও লোকাল মেইল কমিউটার মিলিয়ে ৬৯টি ট্রেন যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে। সব মিলিয়ে সারাদিনে অন্তত দেড় লাখ মানুষ রেলপথে ঢাকা ছাড়বে বলে জানিয়েছেন স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার।

এদিকে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সড়ক-মহাসড়কে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। ঈদের আগমুহূর্তের ভিড় আর দুর্ভোগ এড়াতে ঘরমুখো মানুষের অনেকেই আগেভাগে বাড়িতে রওনা হয়েছেন।

সকাল থেকেই বাস টার্মিনালগুলোতে বাড়ি ফেরা যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কর্মদিবস হওয়ায় পরিবারের সদস্যদের আগেই পাঠিয়ে দিচ্ছেন অনেকে।

এছাড়া ছুটি শুরু হওয়ায় শিক্ষার্থীদেরও ভিড় বেড়েছে। এদিকে সকাল থেকে সময় মতোই উত্তর ও দক্ষিণ অঞ্চলের বাস ছেড়ে যাচ্ছে। বাড়তি ভাড়া আদায় বা ভোগান্তির তেমন একটা অভিযোগ ছিল না যাত্রীদের। অনেকটা স্বস্তিতে বাড়ি ফিরতে পেরে খুশি যাত্রীরা। বিকেলে এ ভিড় আরও বাড়ার আশা করছে পরিবহন সংশ্লিষ্টরা। তথ্য সূত্র সময় সংবাদ।