News update
  • Storm Alert Issued for Dhaka and Eight Other Regions     |     
  • 58 killed in deadliest US strike on Yemen     |     
  • BNP Opposes Reforms to Constitution’s Core Principles      |     
  • Time to Repair Bangladesh–Pakistan Ties     |     
  • Dhaka’s air quality recorded ‘unhealthy’ Friday morning     |     

আনারকন্যা ডরিনের ফেসবুক আইডি উধাও

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-06-16, 9:08pm

kwhfuwetiw-d3da8bb6121ea549f64f219dae46b51d1718550503.jpg




কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (কালীগঞ্জ ও সদরের একাংশ) আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। ডরিনের দাবি, তিনি তার ব্যবহৃত অ্যাকাউন্ট চালু করতে পারছেন না। আইডি হ্যাক হয়েছে কিনা তাও বলতে পারছেন না তিনি।

রোববার (১৬ জুন) দুপুরে সাংবাদিকদের ডরিন বলেন, শনিবার রাত ১০টার পর থেকে আমার ব্যবহৃত ভেরিফাইড ফেসবুক আইডিটি নিষ্ক্রিয় হয়ে পড়ছে। অনেক চেষ্টা করেও সেটা চালু করতে পারছি না। এ বিষয়ে আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশিদকে জানিয়েছি।

ডরিন আরও বলেন, বাবা হত্যার বিচার চেয়ে প্রতিনিয়ত ফেসবুকে পোস্ট করতাম। এমনকি আমার বাবার হত্যাকাণ্ডে জড়িতদের নিয়ে বিভিন্ন তথ্য ফেসবুকে তুলে ধরতাম। আমার প্রতিবাদ বন্ধ করার জন্য ঘাতকেরা বিভিন্ন ভাবে চেষ্টা করে যাচ্ছে। হয়ত সেজন্যই আমার ফেসবুক আইডিটি রিপোর্ট দিয়ে বন্ধ করেছেন তারা।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ বলেন, বিষয়টি আমার জানা নেই। লোকমুখে জেনেছি। তিনি আইনি সহায়তা চাইলে দেওয়া হবে। আরটিভি