News update
  • Stocks fail to recover despite slight gains in Dhaka, Ctg     |     
  • BB Purchases $353m in Dollar Auction to Stabilise Taka     |     
  • Promoting social inclusion of disabled persons thru empowerment     |     
  • Arab-Islamic Summit Warns Israel Attacks Threaten Ties     |     
  • South-South Cooperation: Building Innovation and Solidarity     |     

বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা কর্মসূচি কোটাবিরোধীদের

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-07-13, 6:56pm

dfdfafad-b7e65aeb6ce12ecdd7cc0343d6c588ac1720875374.jpg




কোটা বাতিলের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা।

শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, রোববার সকাল ১১টায় বঙ্গবভন অভিমুখে গণপদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়া হবে।

এ ছাড়া দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পাঠানো হবে।