সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে রাজশাহী কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে। রোববার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টা ২২ মিনিটের দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথের জামতৈল রেলওয়ে স্টেশনের পাশে সিগন্যাল ল্যাম্পে এ ঘটনা ঘটে। এতে ট্রেনে থাকা প্রায় ৭০০ যাত্রী চরম দুর্ভোগে পড়েছে।
বিষয়টি নিশ্চিত করে জামতৈল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইসমাইল হোসেন জানান, ট্রেন ছাড়ার সংকেত দেওয়ার আগেই সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী রাজশাহী কমিউটার ট্রেনের চালক ট্রেন ছেড়ে দেন। এতে স্টেশন থেকে কিছুদূর যেতেই সংকেত ল্যাম্পের সামনে ট্রেনের ইঞ্জিন ও পাশের একটি বগি লাইনচ্যুত হয়।
বিষয়টি রেলওয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হলে উদ্ধারকারী ট্রেন পাঠানোর পর লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করা সম্ভব হবে বলে তারা জানিয়েছেন। এছাড়া দুই নম্বর লাইন দিয়ে অন্যান্য ট্রেন ধীরগতিতে চলাচল করবে।
ট্রেনের যাত্রী হাওয়া বিবি বলেন, ঢাকার টঙ্গী থেকে মুলাডুলি যাওয়ার জন্য ট্রেনে উঠি। জামতৈল স্টেশনে এলে হঠাৎ ট্রেনের বিকট শব্দ হয়। পরে শুনি ট্রেন পড়ে গেছে। এখন রাতে কীভাবে বাড়ি যাব, এটা নিয়ে চিন্তার মধ্যে আছি।
শাকিল নামের আরেক যাত্রী বলেন, ট্রেন লাইনচ্যুত হওয়ায় আমি অসহায় হয়ে গেছি। এতো রাতে পরিবারের সদস্যদের নিয়ে কীভাবে চাটমোহর ফিরব?