News update
  • Billionaire Backers Turn Critics of Trump’s Tariff Plan     |     
  • Bangladesh Ranked 47th Most Powerful Country      |     
  • Saima Wazed Took RAJUK Plot Without Formal Application: ACC     |     
  • Reforms in key sectors could create millions of jobs in BD: WB     |     

ঢাকা কলেজ এলাকায় এক ঘণ্টায় ৭ ককটেল বিস্ফোরণ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-12-25, 6:59am

img_20241225_065738-221a2b3d9e16ffb8f1cab3694f74d22d1735088363.jpg




রাজধানীর নিউমার্কেট সংলগ্ন ঢাকা কলেজ এলাকায় এক ঘণ্টায় সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে আবাসিক শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করলেও এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ১০টা থেকে ১১টার মধ্যে ঢাকা কলেজের মূল ফটক ও মিরপুর রোডের একাধিক স্থানে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ পরবর্তী সময়ে ঢাকা কলেজের মূল ফটকের সামনে দুইটি, নায়েমের গলি ও মিরপুর রোডে চারটি এবং তেল পাম্পের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ককটেল বিস্ফোরণের সময় নায়েমের গলিতে অবস্থানরত ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক জামিল অভিযোগ করে বলেন, আমরা যারা পদবঞ্চিত, ত্যাগী, পরিশ্রমী তাদের উপর অতর্কিতভাবে বোমা হামলা করা হয়েছে। আমরা নিজ চোখে দেখেছি দুইটি মটরসাইকেল নিয়ে এসেছিল রাকিব-নাছিরের অনুসারীরা। তারা ওদিক (নীলক্ষেত) দিয়ে চলে গেছে। আমরা তাদের ধাওয়া করে ধরতে পারিনি।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, বিষয়টি আমরা জানি না। তবে নিউমার্কেট থানার ওসিকে আমরা বলেছি নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে।

ককটেল বিস্ফোরণের বিষয়টি স্বীকার করে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসেন উদ্দীন বলেন, আজ ঢাকা কলেজ ছাত্রদলের কমিটি হয়েছে। পদবঞ্চিতদের বিক্ষোভের পর ককটেল বিস্ফোরণ হয়েছে। এ জন্য উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামীকাল সকাল থেকে ঢাকা কলেজ এলাকায় পুলিশ মোতায়েন থাকবে বলেও জানান তিনি। আরটিভি