News update
  • Nations finalize historic pandemic deal after 3 yrs of talks     |     
  • NCP May Boycott Polls Without Major Reforms: Nahid      |     
  • Yunus Named in TIME’s 100 Most Influential     |     
  • BNP Urges US to Keep Bangladesh Tariffs Fair     |     

৪৩তম বিসিএসে বাদ পড়াদের পুনর্বিবেচনা করা হচ্ছে: জনপ্রশাসন মন্ত্রণালয়

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-01-02, 8:18pm

img_20250102_201701-4e57e70071bcf2db8a960358743579231735827516.jpg




৪৩তম বিসিএসে নিয়োগের প্রজ্ঞাপনে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত ২২৭ জন প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে। তবে বাদ পড়া প্রার্থীরা চাকরি ফেরত পেতে পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ইতোমধ্যে সাময়িকভাবে নিয়োগের জন্য অনুপযুক্ত ২২৭ জনের মধ্যে যে কেউ পুনর্বিবেচনার আবেদন করলে তা গ্রহণ করা হচ্ছে। পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ সবার জন্য উন্মুক্ত আছে।

মন্ত্রণালয় জানায়, এনএসআই ও ডিজিএফআইয়ের প্রতিবেদনে ২২৭ প্রার্থীর বিষয়ে বিরূপ মন্তব্য পাওয়া যায়। এ কারণে তাদের সাময়িকভাবে নিয়োগের জন্য অনুপযুক্ত বিবেচনা করা হয় এবং তাদের বিষয়ে অধিকতর যাচাই-বাছাই ও খোঁজখবর নেওয়ার সিদ্ধান্ত হয়। পরে গত ৩০ ডিসেম্বর স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জন এবং গোয়েন্দা প্রতিবেদন বিবেচনায় অনুপযুক্ত ২২৭ জনসহ মোট ২৬৭ জনকে বাদ দিয়ে ১ হাজার ৮৯৬ প্রার্থীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

৪৩তম বিসিএসের বাদ পড়া প্রার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই ব্যাখ্যা দিলো মন্ত্রণালয়।

এর আগে গত ৩০ ডিসেম্বর নতুন করে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বাদ পড়েন চাকরিপ্রার্থীরা। বুধবার (১ জানুয়ারি) সচিবালয়ের সামনে জড়ো হয়ে পুনর্বিবেচনার দাবি জানান বাদ পড়া চাকরিপ্রার্থীরা। বৃহস্পতিবার দুপুরে বাদ পড়া প্রার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনে করে আগামী ৫ জানুয়ারির মধ্যে পুনরায় গেজেট করে ১৫ জানুয়ারির মধ্যে যোগদান নিশ্চিতের দাবি জানান। আরটিভি