News update
  • 5mmcfd gas to be added to national grid from Kailashtila gas field     |     
  • ArmArmed Forces Day: Tarique's message draws on historic closeness     |     
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     
  • China calls for implementation roadmap for new finance goal     |     

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিবের গাড়ী আটকে দিল বিক্ষোভকারীরা

খবর 2025-01-19, 12:13am

cars-of-the-secretary-chief-adviser-office-halted-at-kalapara-by-demonstrators-2918a3f9f4d09e3e8e4ffc563ef861941737224028.jpg

Cars of the Secretary Chief Adviser office halted at Kalapara by demonstrators.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় আশুগঞ্জ পাওয়ার প্লান্ট প্রকল্প পরিদর্শনে আসা প্রধান উপদেস্টার মূখ্য সচিব সাইফুল্লাহ পান্না ও প্রকল্প পরিচালক কামরুজ্জামানের গাড়ী বহর আটকে দেয় ভুক্তভোগী পরিবারের সদ্যসরা। পরে আন্দোলনকারীরা প্রকল্প পরিচালকের কুশপুত্তলিকায় আগুন দেয়। শনিবার সকাল ১০টায় উপজেলার ধানখালী ইউনিয়নের প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে। 

এসময় তাদের সাথে সফরসংগী ছিলেন বিভাগীয় কমিশনার মো.কাউসার, পটুয়াখালী জেল প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন, কলাপাড়া উপজেলা নির্বাহী  কর্মকর্তা মো. রবিউল ইসলাম, ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ার'র প্রকল্প পরিচালক, ডিজেল পাওয়ার প্লান্টের পরিচালক, এম এম বিল্ডাসের চেয়ারম্যান সহ জেলার উর্ধ্বতন কর্মকর্তারা।

ভুক্তভোগী চার শতাধিক পরিবারের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইউপি সদস্য আল-মামুন, সাবেক ইউপি সদস্য ফিরোজ তালুকদার, আনাসার উদ্দিন মোল্লা, আসাদুজ্জামান আলমগীর প্রমূখ। 

এসময় বক্তারা বলেন, প্রকল্পের ৮০ ভাগ কাজ সম্পন্ন হলেও চার শতাধিক পরিবারের বসতঘরের মুল্য পরিশোধ করেনি এখনও। নানা অজুহাতে সময়ক্ষেপণ সহ ভুক্তভোগী পরিবারের সদস্যদের হয়রানি করা হচ্ছে। 

দ্রুত ন্যায্য পাওনা পরিশোধের দাবী জানিয়ে বক্তারা আরও বলেন, তাদের দাবী আদায় না হওয়া পযন্ত প্রকল্প এলাকায় কোন কাজ চলমান থাকতে পারেনা। - গোফরান পলাশ