News update
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     
  • BSF halts overnight road building near border as BGB intervenes     |     
  • U.S. Pullout From Global Bodies Sparks Widespread Alarm     |     
  • DU Syndicate for renaming Sheikh Mujib Hall after Osman Hadi     |     

সব অসম চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-01-29, 2:33pm

4r424234-651a5a0cd21ceaf2b9e00eb58205a49d1738139611.jpg




স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আগামী মাসের মাঝামাঝি সময়ে দিল্লিতে সীমান্ত হত্যাকাণ্ড, নদীর পানির সুষম বণ্টন ও আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া সব ধরনের অসম চুক্তি নিয়ে আলোচনা হবে। আগে যেভাবে কথা বলত, এবার কথার টোনটা আলাদা হবে।’

বুধবার (২৯ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাহাঙ্গীর আলম।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আলোচনা করে দুই দেশের মধ্যে সমস্যা সমাধানের চেষ্টা করব। নদীর পানির সুষম বণ্টন, সীমান্তে বাংলাদেশিদের তুলে নিয়ে হত্যা, অপহরণ, মাদক ও চোরাকারবারি বন্ধে আমরা আলোচনা করব। এ ছাড়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার বন্ধে পদক্ষেপ নিতে আহ্বান জানাব।’

দিল্লির বৈঠকে (সীমন্ত সম্মেলন) বিজিবি প্রতিনিধি, স্বরাষ্ট্রের প্রতিনিধি, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন বলেও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, সীমান্ত হত্যা নিয়ে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।