News update
  • Incessant rains over Bangladesh, spark fears of flooding     |     
  • Bangladesh Risks Market Share as US Tariff Deadline Nears     |     
  • UN Chief Calls for Urgent Climate, AI and Global Reform     |     
  • Consensus not to use emergency for political ends: Ali Riaz     |     
  • Sunamganj’s age-old boat market dull as normal floods rare     |     

জাতীয় পার্টির ইফতারে বিএনপি যায়নি, দালালি পরিহারের সিদ্ধান্ত

খবর 2022-04-23, 10:41pm

jatiya_party_ershad_logo-29f549607d5fb87a3b15a0df84826aee1650732096.png

Jatiya Party logo - Wikipedia.



জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু  জানিয়েছেন সরকারি দলের দালালি করার বিরুদ্ধে দল সিদ্ধান্ত নিয়েছে। শনিবার দলটির প্রেসিডিয়াম এর বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। তিনি একটি নির্ভরযোগ্য সূত্রকে জানান,  জাতীয় সংসদে এমনভাবে দালালি করা হয় যা শুনে আওয়ামী লীগের দলীয় এমপি রাও লজ্জা পায়।

বৈঠকে উপস্থিত একটি সূত্র জানায়, বৈঠকে সংগঠনকে শক্তিশালী করার বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। আগামী জুনের মধ্যে উপজেলা ইউনিয়ন পর্যায়ে সম্মেলন শেষ করা হবে। অক্টোবরের মধ্যে জেলায় কমিটিগুলোর সম্মেলন শেষ করে কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে উপস্থিত একটি সূত্র জানায়, বৈঠকে সংগঠনকে শক্তিশালী করার বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। আগামী জুনের মধ্যে উপজেলা ইউনিয়ন পর্যায়ে সম্মেলন শেষ করা হবে। অক্টোবরের মধ্যে জেলায় কমিটিগুলোর সম্মেলন শেষ করে কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এরপর পরিস্থিতি বুঝে প্রকৃতি অবস্থা স্বাভাবিক থাকলে বড় শোডাউন হিসাবে একটি মহাসমাবেশ করার চিন্তাভাবনা করা হয়েছে। তবে এ ব্যাপারে বৈঠকে কোন সিদ্ধান্ত হয়নি।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, আগামী নির্বাচনে কোন জোটে গিয়ে জাতীয় পার্টি নির্বাচন করবে সে সম্পর্কে আলোচনা হলেও স্পষ্টভাবে কেউ মুখ খুলেনি। সূত্র মতে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করার শক্তি নেই সেজন্য পরিস্থিতি বুঝে জোট ভিত্তিক নির্বাচন করার পদক্ষেপ নেওয়া হবে। সূত্রমতে আওয়ামী লীগ যে জাতীয় পার্টিকে আগের মত গুরুত্ব দিয়ে কাছে টানবে তা এখনই বলা যায়না। বিএনপিও যে জাতীয় পার্টিকে গুরুত্ব দিবে এমন কোনো ইঙ্গিত ও নেই।

এসব বিষয় নিয়ে দলটির মহাসচিব বলে ন, জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে নাকি জোটে যাবে এখন বলা যাচ্ছে না। পরিস্থিতি এবং পরিবেশ সবকিছু বলে দেবে। আমাদের টার্গেট দলকে সুসংগঠিত করে শক্তিশালী করা। আশা করি আগামী এক বছরের মধ্যে জাতীয় পার্টি অনেক শক্তিশালী হবে। সেই পদক্ষেপ নেওয়া হয়েছে।

শণিবারের ইফতার পার্টিতে বিএনপি যোগ দেয়নি বলে জানা গেছে। তিনি বলেন আমরা দাওয়াত দিয়েছি কে গেল কে গেল না সেটা বড় কথা না। দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বিএনপিকে দাওয়াত দেয়নি। তার মৃত্যুর পর এই প্রথম আপনারা দাওয়াত দিয়েছেন। তিনি বলেন, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই।