নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুটি ভারী যানবাহন বিকল হয়ে পড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে দুই ঘণ্টারও বেশি সময় ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
বুধবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকায় ভারী দুটি যানবাহন বিকল হয়ে গেলে মহাসড়কের কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ বিকল গাড়ি দুটি র্যাকার দিয়ে সরিয়ে ফেলে। এরপর দুপুর ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
শিমরাইল হাইওয়ে পুলিশের টিআই মো. জুলহাস সময় সংবাদকে বলেন, ‘দুটি গাড়ি বিকল হয়ে পড়ায় প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়। পরে যানবাহন সরানোর পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে দুর্গাপূজার ছুটি ও সকাল থেকে টানা বৃষ্টির কারণে যান চলাচল ধীরগতি ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাইওয়ে ও ট্রাফিক পুলিশের তৎপরতা জোরদার করা হয়। বর্তমানে কোথাও যানজট নেই।’
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির জিলানি বলেন, ‘সকালে দুটি গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় হঠাৎ যানজট তৈরি হয়। পরে সেগুলো রাস্তা থেকে সরানোর পর মহাসড়ক স্বাভাবিক হয়। দুর্গাপূজার ছুটিতে অতিরিক্ত যানবাহনের চাপ থাকলেও এখন ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল সচল রয়েছে।’