News update
  • Dhanagoda riverbank erosion leaves Chandpur Road in ruins     |     
  • How Germs Outsmart Antimicrobials and Why It’s Making Us Sicker     |     
  • Crisis of Malnutrition Grips Afghan Women and Children     |     
  • Global Dialogue Renews Push for Nuclear Disarmament     |     
  • Starlink Launches High-Speed Satellite Internet in Bangladesh     |     

ফরাসী প্রধানমন্ত্রীর পদত্যাগ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-17, 3:03pm

image-42181-1652763356-e84793db6b5bc75c621f7eabf7076fca1652778192.jpg




ফ্রান্সের প্রধানমন্ত্রী জিয়ান কাস্টেক্স সোমবার এএফপি’কে বলেছেন, তিনি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং প্রেসিডেন্ট তা  গ্রহণ করেছেন। খবর এএফপি’র।
খবরে বলা হয়, আগামী মাসে ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রাক্কালে মাখোঁর মধ্যপন্থী দলকে শক্তিশালী করার লক্ষ্যে সরকারে ব্যাপক রদবদল আশা করা হয়। এ সময় প্রেসিডেন্ট বিতর্কিত পেনশন ব্যবস্থা ঢেলে সাজানোসহ তার সংস্কারবাদী এজেন্ডার সংখ্যাগরিষ্ঠতা অর্জনের আশা করছেন। তথ্য সূত্র বাসস।