News update
  • Two children drown in mountain stream in Ramu, Cox's Bazar     |     
  • Sundarbans fire: Committee formed to assess biodiversity loss     |     
  • Dhaka stock turnover crosses Tk1000cr after 3 months      |     
  • Heatstroke claims 15 lives in 14 days: DGHS     |     
  • Forest Deptt deploys teams, drones to monitor Sundarbans fire      |     

লেবাননে স্বতন্ত্র প্রার্থীরা কমপক্ষে ১৩টি আসন জিতেছে

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-17, 10:47pm

image-42302-1652795789-1bc43c4ec893e7ac1e6e6a1f2e185c981652806078.jpg




লেবাননের পার্লামেন্ট নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা অন্তত ১৩টি আসনে জয়ী হয়ে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে।
বিজয়ী ১৩ জন সংস্কারপন্থী প্রার্থীর মধ্যে ১২জনই নবাগত। তারা লেবাননের ক্ষমতাসীন শাসক অভিজাতদের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। খবর এএফপি’র।
লেবাননের অনেক নাগরিকই ২০১৯ সাল থেকে দেশের অর্থনৈতিক মন্দাবস্থার জন্য রাজনৈতিক অভিজাতদের দায়ী করে। ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরোধিতাকারী সংস্কারপন্থী ও পুরনো দলগুলো রোববারের নির্বাচনে সাফল্য লাভ করেছে।
হিজবুল্লাহ ও তাদের প্রধান শিয়া মিত্র আমাল দল তাদের সম্প্রদায়ের জন্য সংরক্ষিত ২৭টি আসন ধরে রেখেছে। কিন্তু কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো, সংস্কারপন্থী ২ প্রার্থী দক্ষিণ লেবাননের শক্ত ঘাঁটিতে হিজবুল্লাহ মিত্রদের কাছ থেকে আসন ছিনিয়ে নিয়েছে। রাজধানী বৈরুতে নির্বাচিত ১৯ জন সংসদ সদস্যের মধ্যে অন্তত পাঁচজন স্বতন্ত্র।
কিছু সংস্কারপন্থী পুরনো রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অভিযোগ করেছে যে, তারা কিছু প্রবাসী ভোট জোরপূর্বক বাতিল করার চেষ্টা করেছে।
লেবানিজ অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক ইলেকশন বলেছে, হিজবুল্লাহ সহ পুরনো দলগুলোর সমর্থকদের হুমকির পর তাদের নিরপেক্ষ কিছু পর্যবেক্ষককে ভোটকেন্দ্র থেকে প্রত্যাহার করতে হয়েছে।
সোমবার এক বিবৃতিতে তারা নির্বাচনকালে অনিয়মের অভিযোগ করেছে। তবে,স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ অস্বীকার করেছেন। তথ্য সূত্র বাসস।