News update
  • Cold wave disrupts life, livelihoods across northern Bangladesh     |     
  • US to Exit 66 UN and Global Bodies Under New Policy Shift     |     
  • LPG Supply Restored Nationwide After Traders End Strike     |     
  • Stocks advance at both bourses; turnover improves     |     
  • LCs surge for stable dollar, but settlement still sluggish     |     

এখনও বাজারে ফেরেনি সয়াবিন তেলের ৫ লিটার বোতল

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2025-02-21, 1:56pm

9d2dffbc116df8c1acd47273d9c3a77bf06e5509c5dcd49a-99f7563cf5e89ee04e72b52dbb36153d1740124580.jpg




রমজানের আট দিন বাকি থাকলেও বাজারে ফেরেনি উধাও হওয়া ৫ লিটার সয়াবিন তেলের বোতল। সংকট রয়েছে ১ ও ২ লিটারের বোতলেও। তবে চিনি, ছোলা, ডালের দাম কমতির দিকে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে এমনটা দেখা যায়।

ডিলারদের কাছ থেকে চাহিদামতো সয়াবিন তেল না পাওয়ায় বাজারে সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা

ব্যবসায়ীদের দাবি, ১ ও ২ লিটারের বোতল কিছু সংখ্যক পাওয়া গেলেও ৫ লিটারের তেলের সরবরাহ একেবারেই বন্ধ।

এদিকে, কেজিতে ৫০-১০০ টাকা পর্যন্ত বেড়েছে খাসির মাংসের দাম। তবে গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০-৭৮০ টাকা দরে। গত সপ্তাহের চেয়ে কেজিতে ১০-১৫ টাকা কমে ব্রয়লার  বিক্রি হচ্ছে ১৮৫-১৯০ আর সোনালি ২৮০-৩০০ টাকায়। রমজানের পণ্য চিনি, ছোলা, ডালে সপ্তাহ ব্যবধানে ৫-১০ টাকা পর্যন্ত দাম কমেছে। সময়