প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ানদের তাদের দেশপ্রেম দেখানোর জন্য আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন।
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিও ভাষণে তিনি বলেছেন, আমি আপনাদের ভোট দিতে এবং আমাদের প্রিয় রাশিয়ার ভবিষ্যতের জন্য দেশপ্রেমিক ও নাগরিক কর্তব্য পালনের আহবান জানাই।
তিনি আরো বলেছেন, আজকের নির্বাচনে অংশ নেয়ার মানে আপনার দেশপ্রেমিক অনুভূতি প্রদর্শন করা।
রাশিয়ায় ১৫ থেকে ১৭ মার্চ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পুতিনই আবারো ছয় বছর মেয়াদের জন্যে ক্ষমতায় ফিরবেন বলে অনেকটাই নিশ্চিত। শতাব্দীর শুরু থেকেই তিনি রাশিয়া শাসন করে আসছেন। তথ্য সূত্র বাসস।