News update
  • US May Ease Tariffs Further as Trade Gap Narrows     |     
  • Arab-Islamic summit over Israeli strike on Doha Monday     |     
  • NASA Rover Uncovers Strongest Hint of Ancient Life on Mars     |     
  • Eminent Lalon singer Farida Parveen passes away     |     
  • Dr Yunus mourns Farida Parveen's death     |     

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: জমে উঠেছে হ্যারিস ও ট্রাম্পের কথার লড়াই

গ্রীণওয়াচ ডেস্ক গনতন্ত্র 2024-07-28, 1:04pm

kmlaa_hyaaris_o_ddonaaldd_ttraamp_chbi_eephpi-044dc4d70df4e68a9ca928f4d2fb26961722150281.jpg




যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস স্বীকার করেছেন আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে হারাতে হলে তাকে পাহাড়সম বাধা পেরুতে হবে। তবে তিনি বলেছেন, তার সতেজ ও গোছানো নির্বাচনি প্রচারণা রিপাবলিকান প্রতিপক্ষের ‘বন্য মিথ্যাকে’ ছাড়িয়ে যাবে।এ

শনিবার (২৭ জুলাই) রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প টেনেসিতে বিটকয়েন কনফারেন্সে ভাষণ দেন আর একই দিনে ডেমোক্রেট দলের সম্ভাব্য প্রার্থী কমলা হ্যারিস কথা বলেন ম্যাসাচুসেটসে দলের তহবিল সংগ্রহের অনুষ্ঠানে। খবর এএফপির।

ম্যাসাচুসেটসের সমাবেশে কমলা হ্যারিস বলেন, ‘এই নির্বাচনি দৌড়ে আমরা আন্ডারডগ, তবে মনে রাখতে হবে এটা জনতার শক্তিতে পরিচালিত প্রচারাভিযান।’ ১৪ লাখ ডলার নির্বাচনি তহবিলের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমার অতীত নিয়ে ডোনাল্ড ট্রাম্প কিছু বন্য মিথ্যা ছড়াচ্ছেন। আমাকে নিয়ে তিনি এবং তার রানিংমেট যে কথাগুলো বলছেন, তা সোজা কথায় অদ্ভুত।’ ট্রাম্পের আক্রমণাত্মক কথাবার্তাকে ‘অদ্ভুত’ তকমা দিয়ে নির্বাচনি প্রচার কাজ চালিয়ে যাবেন বলেও জানান তিনি।

ক্যালিফোর্নিয়ার সাবেক এই প্রসিকিউটর ডোনাল্ড ট্রাম্পকে বিতর্কে অংশ নেওয়ার জন্যও চ্যালেঞ্চ ছুড়ে দেন। আগামী ১০ সেপ্টেম্বর জো বাইডেনের সঙ্গে নির্ধারিত টেলিভিশন বিতর্কটিতে ট্রাম্প অংশ নেবেন না এমনটা জানানোর পরই কমলা এই চ্যালেঞ্জ জানালেন। কমলা হ্যারিস বলেন, ‘আমি মনে করি, তিনি বিষয়টি বিবেচনা করবেন। কেননা, আমাদের অনেক কথা বলার আছে।’

অন্যদিকে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প কথা বলেন ক্রিপ্টোকারেন্সি শিল্পের বিকাশে আয়োজিত এক অনুষ্ঠানে, যেটিকে এর আগে তিনি ‘ক্যালেঙ্কারি’ হিসেবে বর্ণনা করেছিলেন। বিটকয়েন কনফারেন্সে তিনি বলেন, ‘এটা শত বছরের পুরোনো ইস্পাত শিল্প, তবে এ ক্ষেত্রে আমাদের কেবল শৈশব চলছে।’

ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ‘যদি ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যৎ উজ্জ্বল হয়, তবে আমি চাই তা যুক্তরাষ্ট্রেই খনন, উত্তোলন ও তৈরি হোক। আমি চাই, যুক্তরাষ্ট্র হবে এই গ্রহের ক্রিপ্টো ক্যাপিটাল।’ এনটিভি নিউজ।