News update
  • Trump's Tariff Hike: How will it affect Bangladesh?     |     
  • Myanmar: UN chief for urgent access as quake toll mounts     |     
  • AI’s $4.8 tn future: UN warns of widening digital divide      |     
  • Volker Turk warns of increasing risk of atrocity crimes in Gaza     |     
  • Ultimate goal is to join ASEAN as full member, says Dr Yunus      |     

ট্রাম্পকে কমলার অভিনন্দন

গ্রীণওয়াচ ডেস্ক গনতন্ত্র 2024-11-07, 7:22am

img_20241107_072015-e4bb69b4ebb8adfc2de9d4e9f88f442f1730942548.jpg




মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী ও পরাজিত প্রার্থী কমলা হ্যারিস।

বুধবার (৬ নভেম্বর) সিবিএস নিউজের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

এদিকে কমলার সহযোগীদের বরাত দিয়ে সিবিএস নিউজ জানিয়েছে, দুই নেতা ফোনে কয়েক মিনিট কথা বলেন। এ সময় কমলা ট্রাম্পকে সব আমেরিকানদের প্রেসিডেন্ট হওয়ার আহ্বান জানান।

অপরদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনের হাওয়ার্ড ইউনিভার্সিটিতে দলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে কমলা হ্যারিসের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

একই তথ্য জানায় ডেমোক্র্যাটিক প্রচার শিবিরও। তাদের ভাষ্য, রাত ৯টায় ওয়াশিংটনের হাওয়ার্ড ইউনিভার্সিটিতে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন কমলা। এ সময় কমলার স্বামী ডগলাস এমহফ তার সঙ্গে থাকবেন।

এর আগে, সদ্য অনুুষ্ঠিত নির্বাচনে ১৩২ বছরের রেকর্ড ভেঙে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প। আর তার কাছে পরাজিত হন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস।