News update
  • Activists say Israeli navy intercepting Gaza-bound aid flotilla     |     
  • Authorities still restrict movement in parts of Khagrachari     |     
  • Anthrax breaks out in Rangpur, sparks concern in other dists     |     
  • Raise alarm over successive floods and drought in Teesta Basin: IFC     |     
  • UNOPS, Takeda partner to tackle Bangladesh's medical waste crisis     |     

ভারতে ‘মবের’ শিকার এক মন্ত্রী, ১ কিলোমিটার ধাওয়া!

গ্রীণওয়াচ ডেস্ক গনতন্ত্র 2025-08-28, 7:20pm

ewrwerwer-8dbb9e9672167b3071ed4f2db0af1a6f1756387205.jpg




সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত ৯ জনের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে গ্রামবাসীর রোষানলে পড়েছেন ভারতের বিহার রাজ্যের পল্লী উন্নয়নমন্ত্রী শ্রাবণ কুমার। তাকে ঘিরে ধরে মারধরের চেষ্টা করেন ক্ষুব্ধ গ্রামবাসী। প্রাণ বাঁচাতে সেখান থেকে কোনমতে গাড়িতে উঠে পালিয়ে যান মন্ত্রী। এ সময় তাকে প্রায় এক কিলোমিটার পথ ধাওয়া করে উত্তেজিত জনতা। 

বুধবার (২৭ আগস্ট) বিহারের নালন্দা জেলায় যোগীপুর মালাওয়ান গ্রামে ঘটে এ ঘটনা। খবর হিন্দুস্তান টাইমসের। 

প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকালে স্থানীয় একজন বিধায়ককে নিয়ে সাম্প্রতিক এক সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে যোগীপুর মালাওয়ান গ্রামে যান শ্রাবণ কুমার। কিন্তু তাদের পৌঁছানোর কয়েক মিনিট পরেই গ্রামবাসীদের একটি বিশাল দল তাদের ঘিরে ফেলে।

বলা হচ্ছে, মন্ত্রীর বিলম্বিত সফরের কারণেই এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে গ্রামবাসী মধ্যে।

স্থানীয়দের অভিযোগ, রাজনীতিবিদরা ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি ‘কোনো সংবেদনশীলতা দেখাননি’ এবং এখন পর্যন্ত কোনো ক্ষতিপূরণও দেওয়া হয়নি তাদেরকে।

এদিকে ক্ষুব্ধ গ্রামবাসীর আক্রমণের মুখে কোনোমতে পালিয়ে যেতে সক্ষম হন মন্ত্রী শ্রাবণ কুমার ও তার সঙ্গে যাওয়া বিধায়ক। তবে এই ঘটনায় মন্ত্রীর দেহরক্ষী আহত হয়েছেন। তাকে দ্রুত ইলিশ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। 

কর্মকর্তারা আরও জানান, ওই রাজনীতিবিদরা যখন তাদের গাড়িবহর নিয়ে চলে যান, তখনও গ্রামবাসীরা তাদের তিনটি গাড়ি প্রায় এক কিলোমিটার পর্যন্ত ধাওয়া করে।

পরে জনতাকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।