News update
  • BNP expels 73 leaders for contesting first phase of UZ polls     |     
  • Chuadanga witnesses season’s highest temperature at 42.7°C     |     
  • Dhaka, Bangkok to work together to deal with Rohingya issue: FM     |     
  • Dhaka, Bangkok ink five bilateral documents     |     
  • Bangladeshi youth shot dead by Indian BSF in Lalmonirhat     |     

তেল না পেয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গ্রীণওয়াচ ডেস্ক জীবাশ্ম 2022-08-06, 9:33am

resize-350x230x0x0-image-187372-1659755286-56981f939c7cc5fd8b6cddc03e9074eb1659756823.jpg




হঠাৎ করে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর গাজীপুরের শ্রীপুরে ফিলিং স্টেশন থেকে তেল সরবরাহ না করায় গভীর রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন মোটরসাইকেল চালকরা।

শুক্রবার (৫ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে স্টার ফিলিং স্টেশনের সামনে তারা মহাসড়ক অবরোধ করে। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

জ্বালানি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, লিটারপ্রতি ডিজেলের দাম ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, কেরোসিনও লিটারে ৩৪ টাকা দাম বাড়িয়ে ১১৪ টাকা করা হয়েছে। পেট্রোলের দাম লিটারে ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা ও অকটেনের দাম ৪৬ টাকা বাড়িয়ে লিটার প্রতি ১৩৫ টাকা ঘোষণা করা হয়েছে।

মোটরসাইকেল চালক কাশেম হোসেন বলেন, হঠাৎ করে সরকার তেলের নতুন দাম নির্ধারণ পরপরই স্টার ফিলিং স্টেশন তেল সরবরাহ বন্ধ করে রাখে। এ সময় প্রতিবাদ করলেও স্টার ফিলিং কর্তৃপক্ষ তেল দেওয়া শুরু করেননি। এ কারণে আমরা মহাসড়ক অবরোধ করেছি।

এ বিষয়ে স্টার ফিলিং স্টেশনের ব্যবস্থাপক সোহেল রানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার (ওসি) মো. মনিরুজ্জামান জানান, রাতে ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়। এ সময় রাত সোয়া ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। তথ্য সূত্র আরটিভি নিউজ।