News update
  • National leaders demand raising Bangladesh's water problem at the UN     |     
  • UN Commits to Aid Bangladesh’s Reforms and Climate Resilience     |     
  • Back on the pitch: PSL resumes after conflict-forced suspension     |     
  • UN aid office denounces attacks on Gaza hospital     |     
  • 8 mn teens in wealthiest countries functionally illiterate     |     

সংখ্যালঘু নির্যাতন, বাড়িঘরে হামলা, লুটপাটের প্রতিবাদে মানববন্ধন

ধর্মবিশ্বাস 2024-08-12, 11:32pm

img-20240812-wa0007-15a3a26ecf5e249c1f24658d639a14341723483946.jpg

The Hindu Bouddha, Christian Oikya Parishad organised a human chain in Kalapara on Monday 12 August 2014.



পটুয়াখালী: দেশব্যাপী সংখ্যালঘু নির্যাতন, তাদের বাড়িঘরে হামলা এবং লুটপাটের প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ কলাপাড়া উপজেলা শাখার আয়োজনে সোমবার (১২ আগষ্ট) বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ কলাপাড়া উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট নাথুরাম ভৌমিক, ভারপ্রাপ্ত সভাপতি ডা. সুভাস চন্দ্র মিত্র, সাধারণ সম্পাদক মংটেনসূয়ে, অবসরপ্রাপ্ত শিক্ষিকা নমিতা রানী, শিক্ষক অমল কর্মকার, পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক টিংকু মূখার্জি প্রমূখ। 

এসময় বক্তারা, দেশব্যাপী হিন্দু, বৌদ্ধ, খৃষ্টানদের বাড়িঘরে হামলা,লুটপাট এবং নির্যাতনের প্রতিবাদ ও তিব্র নিন্দা জানিয়ে দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। এছাড়াও সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইবুনাল গঠন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ণ, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন সহ আট দফা দাবি তুলে ধরেন। - গোফরান পলাশ