দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জন্য আট নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (২ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব (রাজনৈতিক-২) মো. জহিরুল হকের সই করা এক চিঠিতে এসব নির্দেশনা দেয়া হয়েছে।
নির্দেশনাগুলো হলো:
> দুর্গাপূজায় পুলিশ, র্যাব এবং আনসার ও ভিডিপির দৃশ্যমান টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে নিয়োজিত সশস্ত্র বাহিনীর সদস্যরাও প্রয়োজনীয় সহায়তা দেবেন।
> যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে পূর্বপ্রস্তুতি রাখতে হবে। অপ্রত্যাশিতভাবে কোনো ঘটনার সূত্রপাত হলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
> স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে পূজামণ্ডপ পরিদর্শন করতে হবে।
> সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কোনো বক্তব্য বা গুজব ছড়ানোর বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে।
> সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটিকে মণ্ডপে সার্বক্ষণিক পাহারার জন্য প্রয়োজনীয় সংখ্যক স্বেচ্ছাসেবক ও পাহারাদার (পালাক্রমে দিনে কমপক্ষে তিনজন এবং রাতে চারজন) নিয়োজিত করতে হবে।
> প্রতিটি পূজামণ্ডপে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা থাকতে হবে।
> দুর্গাপূজা উপলক্ষে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, বিজিবি, আনসার-ভিডিপি, র্যাব ও অন্যান্য বাহিনীর সদস্য মোতায়েন নিশ্চিত করতে হবে।
> সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি পূজামণ্ডপের নিরাপত্তা বিধানে সমাজের গণ্যমান্য ও ছাত্র-জনতাকে অন্তর্ভুক্ত করে মনিটরিং কমিটি গঠন করতে হবে। জেলা পর্যায়ে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা এ কমিটি গঠন করবেন।