News update
  • Back on the pitch: PSL resumes after conflict-forced suspension     |     
  • UN aid office denounces attacks on Gaza hospital     |     
  • 8 mn teens in wealthiest countries functionally illiterate     |     
  • Dhaka growing too fast leaving children behind      |     
  • Govt primary schools in Feni in crisis for student shortage     |     

তফসিলকে স্বাগত জানিয়ে আ.লীগের আনন্দ মিছিল

গ্রীণওয়াচ ডেক্স নির্বাচন 2023-11-15, 8:37pm

resize-350x230x0x0-image-248056-1700055985-8da9c9068a32d578a657d36eab8b01a11700059037.jpg




দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার পর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল করা হয়।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এ মিছিলে নেতৃত্ব দেন শাখা সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

এ সময়ে আওয়ামী স্বেচ্ছাসেবক, কৃষক লীগসহ বিভিন্ন সংগঠন কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে।

এর আগে বিকেল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন দলের নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এর আগে সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

জাতির উদ্দেশে ভাষণে তিনি বলেন, আগামী বছরের (২০২৪) ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত। তথ্য সূত্র আরটিভি নিউজ।