News update
  • BNP Opposes Reforms to Constitution’s Core Principles      |     
  • Time to Repair Bangladesh–Pakistan Ties     |     
  • Dhaka’s air quality recorded ‘unhealthy’ Friday morning     |     
  • Dr Yunus proved impact of innovative economics: Peking Varsity Prof     |     
  • Alongside conflict, an info war is still happening in Gaza     |     

নতুন ইসি গঠনে বিএনপিসহ ১৭টি দল ও জোটের নাম প্রস্তাব

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2024-11-08, 8:58am

img_20241108_085633-f2610df0488578fc381dceb324a22eac1731034712.jpg




নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে বিএনপিসহ ১৭টি দল ও জোট নিজেদের পছন্দসই ব্যক্তির নাম প্রস্তাব করেছে মন্ত্রিপরিষদ বিভাগে। এর মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) পদের জন্য সাবেক সচিব এ এম এম নাসির উদ্দিন ও শফিকুল ইসলামের নাম প্রস্তাব করেছে বিএনপি।

নির্বাচন কমিশন গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর নাম প্রস্তাব করার শেষ দিন ছিল বৃহস্পতিবার (৭ নভেম্বর)। অন্তর্বর্তী সরকারের গঠিত অনুসন্ধান কমিটি মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের কাছে নাম প্রস্তাব করার জন্য অনুরোধ জানিয়েছিল রাজনৈতিক দল ও জোটগুলোকে। তবে, এ তালিকা থেকে জুলাই বিপ্লবের মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ, ১৪–দলীয় জোট ও জাতীয় পার্টিকে বাদ দিয়েছে অনুসন্ধান কমিটি।

প্রধান নির্বাচন কমিশনার পদের জন্য বিএনপি যে দুজন সাবেক সচিবের নাম প্রস্তাব করেছে, তাদের মধ্যে এ এম এম নাসির উদ্দিন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন। তিনি ২০০৯ সালের জানুয়ারিতে অবসরে গেছেন। আরেক সাবেক সচিব শফিকুল ইসলাম অনেক আগেই অবসর নিয়েছেন। তার বয়স এখন ৭৬ বছর।

বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী কয়েকটি দলও প্রধান নির্বাচন কমিশনার পদের জন্য সাবেক সচিব শফিকুল ইসলামের নাম প্রস্তাব করেছে। ছয় দলের জোট গণতন্ত্র মঞ্চের প্রতিটি দল পৃথকভাবে তাদের নামের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে দিয়েছে। এই ছয় দলের প্রত্যেকের প্রস্তাবিত নামের তালিকায় সাবেক সচিব শফিকুল ইসলাম ও মহিবুল হকের নাম রয়েছে বলে জানা গেছে। এর বাইরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাবেক সচিব আবু আলম শহিদ খানের নামও প্রস্তাব করেছে।

এ ছাড়া চারজন নির্বাচন কমিশনার পদের জন্য ৮ জনের নাম প্রস্তাব করেছে বিএনপি। প্রতিটি পদের জন্য দুটি করে নাম দিয়েছে দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ ও যুগ্ম আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী (এ্যানি) গত বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আবদুর রশিদের সঙ্গে দেখা করে তাদের দলের প্রস্তাবিত নামের তালিকা দেন।

এদিকে প্রধান নির্বাচন কমিশনার ও চারজন কমিশনার পদের জন্য ৮ জনের নাম প্রস্তাব করেছে জামায়াতে ইসলামী। বাংলাদেশ ইসলামী আন্দোলন, ইসলামী ঐক্যজোট এবং এলডিপিও পৃথকভাবে নাম প্রস্তাব করেছে মন্ত্রিপরিষদ বিভাগে।

পাঁচটি পদের জন্য পাঁচটি নাম প্রস্তাব করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এ দলটিও বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগে নামের তালিকা জমা দিয়েছে।

নতুন নির্বাচন কমিশনের জন্য সাবেক ডাকসু ভিপি নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ বিশ্ববিদ্যালয়ের তিন অধ্যাপকসহ মোট ছয়জনের নাম প্রস্তাব করেছে। দলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রুহুল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবদুল লতিফ মাসুমের নাম প্রস্তাব করেছে বলে জানা গেছে।

এছাড়া যুগপৎ আন্দোলনে থাকা ১২–দলীয় জোট প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচটি পদের জন্য পাঁচজনের নাম প্রস্তাব করেছে। সমমনা জাতীয়তাবাদী জোটও তাদের নামের তালিকা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগে।আরটিভি