News update
  • 2 Landmark Ordinances Passed to Strengthen Forest & Wildlife Protection      |     
  • Zubaida Rahman heading to Dhaka to join Khaleda Zia’s UK flight     |     
  • Israeli Assault Has Plunged Gaza Into Worst Economic Collapse     |     
  • Woman sent to jail on charges of killing 8 puppies in Pabna     |     
  • UN Assembly Urges Decisive Action to Resolve Israel-Palestine Conflict     |     

যেসব পরিবর্তন আসছে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায়

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2024-11-29, 12:08pm

4e40bb2da957d476e42a159ae7cfbc231a447ce12edb0058-607b16c63781242d2644875ee45dd7f41732860501.jpg




বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে আগামী ১৭ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতদিন কোর্সের পুরো ফি একসঙ্গে পরিশোধের নিয়ম থাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য কষ্টসাধ্য ছিল। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীরা তিন ধাপে দিতে পারবেন এই ফি। এর মধ্যে ভর্তির সময় ৬০ শতাংশ, প্রথম প্রফেশনাল পরীক্ষার আগে ২০ শতাংশ, আর বাকি ২০ শতাংশ তৃতীয় প্রফেশনাল পরীক্ষার আগে দিতে পারবে।

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে নতুন ভর্তিচ্ছুদের জন্য নীতিমালায় আরও বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। এবার ৩০০ নম্বরের পরিবর্তে ২০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতর বলছে, সবশেষ এইচএসসি ঊত্তীর্ণরা জীববিজ্ঞানসহ বেশ কয়েকটি পরীক্ষায় অংশগ্রহণ করেনি। আর এসএসসির নম্বরের ভিত্তিতে এইচএসসিতে ফল প্রকাশ করা হয়েছে। তাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল মিলিয়ে ২০০ নম্বরের স্কোরকে কমিয়ে করা হয়েছে ১০০।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক রুবিনা ইয়াসমিন বলেন, এবার ইনস্টলমেন্টের মাধ্যমে বেসরকারি মেডিকেল কলেজের ফি দিতে পারবেন শিক্ষার্থীরা। এটা তাদের জন্য একটা বড় স্বস্তির জায়গা। এইচএসসি পরীক্ষায় কোনো ইমপ্রুভমেন্ট থাকলেও ওরাও ভর্তি পরীক্ষা দিতে পারবে। এটা একটা নতুন পরিবর্তন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. আব্দুস সালাম বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষায় সবসময় বায়োলজির ওপর গুরুত্বারোপ করা হয়। ঠিক সেইভাবে বায়োলজির ওপর গুরুত্ব সমান রেখে, আমরা যে লার্নিং আউটকাম  প্রত্যাশা করি সেটার ওপর ভিত্তি করি কাটিংয়ের মাত্র ঠিক রেখে প্রশ্নপত্র অবশ্যই প্রণয়ন করা উচিত।  সময় সংবাদ।