News update
  • UN aid teams plead for access … Gazans shot collecting food     |     
  • June 2026 Polls Deadline, A Defining Moment for Bangladesh     |     
  • UN Envoy Urges Israel to End Strikes, Ease Gaza Starvation     |     
  • 1.5°C Climate Limit Likely to Be Breached by 2029: WMO     |     
  • Election by June next year, Yunus tells Japan’s Taro Aso     |     

টাঙ্গুয়ার হাওরসহ তাহিরপুরের সব পর্যটন স্পট বন্ধ 

গ্রীণওয়াচ ডেস্ক পর্যটন 2024-06-18, 10:01pm

tyryeteye-373bfb4764defae232765cbf7c6fb21a1718726513.jpg




বন্যা পরিস্থিতির কারণে তাহিরপুরের পর্যটন স্পটগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভীন এ ঘোষণা দেন।

তাহিরপুর উপজেলার অন্যতম পর্যটনস্পটগুলো হলো, টাঙ্গুয়ার হাওর, লাকমাছড়া, নীলাদ্রি লেক (শহীদ সিরাজলেক), বড়গুপটিলা, যাদুকাটা নদী ও শিমুল বাগান।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভীন বলেন, বন্যার পানি বৃদ্ধি পাওয়ার কারণে তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরসহ সকল পর্যটন স্পট পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। আরটিভি