News update
  • Lightning strikes kill 5 in Rangamati, Cox’s Bazar     |     
  • China highway collapse: Death toll rises to over 40     |     
  • “Despite economic success, developing Asia unprepared for elderly wellbeing”     |     
  • Dhaka’s air ‘unhealthy for sensitive groups’ Thursday morning     |     
  • 8 BD nationals die in Tunisia boat capsize: Bodies due today     |     

ভারতীয় পাসপোর্টে ইতালি যাওয়ার চেষ্টায় বাংলাদেশি গ্রেপ্তার

প্রবাস 2023-05-27, 1:24pm

aw1hz2utmji1mdewlte2oduxnze2ntkuanbn-87a12ca8224df6ecc43be5a1e96eb00e1685172265.jpeg




ভারতীয় পাসপোর্টের মাধ্যমে ইতালি যাওয়ার চেষ্টায় ভারতে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) মুম্বাইয়ের শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ।

পুলিশ জানায়, নিজেকে বৌদ্ধ সন্ন্যাসী বলে পরিচয় দেয়া বিপন বাংলাদেশের নাগরিক। তার বাড়ি বান্দরবান জেলায়। বৌদ্ধ ধর্মের প্রচারের উদ্দেশ্যে ২০১৫ সালে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন বিপন। এরপর ২০১৬ সালে দেশটির মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ের রাজধানী রায়পুর চলে যান এবং সেখানেই বসবাস শুরু করেন।

রায়পুরে বসবাসের সময়ই ভুয়া কাগজপত্র জমা দিয়ে ভারতীয় পাসপোর্ট ও আধার কার্ড করেন বিপন। ২০১৬ সাল থেকে নিজের ভুয়া ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে বিপন মালয়েশিয়া, থাইল্যান্ড, লাওস, মিয়ানমার, ভিয়েতনাম ও যুক্তরাজ্যে সফর করেছেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।