News update
  • Sewage, trash, disease overwhelm displaced communities in Gaza     |     
  • World leaders rally for ‘full-speed’ climate action ahead of COP30     |     
  • Chel Snakehead: A Fish That Time Forgot, Rediscovered     |     
  • Investment Summit Touts Bangladesh’s FDI Promise     |     
  • World Bank Cuts South Asia Growth Forecast     |     

৩ লাখ অনিয়মিত অভিবাসীকে নিয়মিত করার পরিকল্পনা গ্রিসের

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2023-09-29, 7:46am

resize-350x230x0x0-image-241683-1695916129-bf07dd25962a39733f31a29f32b141b51695951992.jpg




ইউরোপের দেশ গ্রিসে শ্রমবাজারে চাপের চাহিদা মেটাতে অভিবাসীদের জন্য একটি বড় নিয়মিতকরণ কর্মসূচির পরিকল্পনা নিয়েছে দেশটি। এতে আনুমানিক ৩ লাখ অভিবাসী বৈধতার সুযোগ পাবেন, যারা অনথিভুক্ত বা যাদের বসবাসের অনুমতির মেয়াদ শেষ হয়ে গেছে। কৃষি, নির্মাণ এবং পর্যটনে শ্রমবাজারের ঘাটতি পূরণে এসব সুযোগ দেওয়ার কথা ভাবা হচ্ছে৷

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় বেতারে দেয়া এক সাক্ষাৎকারে অভিবাসন বিষয়ক মন্ত্রী দিমিত্রিস কাইরিদিস এ কথা জানিয়েছেন৷

তিনি বলেন, অন্তত তিন লাখ অনথিভুক্ত এবং মেয়াদোত্তীর্ণ রেসিডেন্স পারমিট ধারীদের বৈধতা দেয়া হতে পারে৷

ইনফোমাইগ্রেন্টসে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২০ সালের ইটালির নেওয়া সিদ্ধান্তের আলোকেই গ্রিসের বর্তমান সরকার অনিয়মিত অভিবাসীদের বৈধতা দিতে চায়৷ গ্রিসের জাতীয় নিরাপত্তা বিষয়ক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে৷ বৈঠকে সভাপতিত্ব করেছেন দেশটির মধ্য ডানপন্থী প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস৷ আলোচনায় অংশ নিয়েছেন মন্ত্রীপরিষদের সদস্য, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা৷

অভিবাসনমন্ত্রী বলেন, আমরা আরও বেশি সংখ্যক অনিয়মিত অভিবাসী প্রবাহের জন্য নতুন প্রণোদনা তৈরি করতে চাই না৷ কারণ এটি বিপজ্জনক৷ অন্যদিকে, আমরা কালো থেকে সাদাতে যেতে চাই৷ অঘোষিত থেকে ঘোষিত শ্রমে যেতে চাই৷ কর্মসংস্থান তৈরির মাধ্যমে শ্রম ঘাটতি মেটাতে চাই৷

কাইরিদিস বলেছেন, কর্মী সংকটে গ্রিসের দ্বিতীয় বৃহত্তম শহর থেসালোনিকিতে একটি পাতাল রেল নির্মাণ এবং ক্রিটে দ্বীপে নতুন বিমানবন্দর নির্মাণসহ কয়েকটি জনসংশ্লিষ্ট প্রকল্পের গতি কমেছে৷

তুরস্ক হয়ে অভিবাসী আসার হার যখন বেড়ে গেল, তখনই এমন পরিকল্পনার কথা জানাল গ্রিস সরকার৷ এমনকি, মঙ্গলবারও গ্রিসের পূর্বাঞ্চলীয় দুটি দ্বীপ থেকে শখানেক অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে৷

সাম্প্রতিককালে অভিবাসী আগমনের হার বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের কাছে জরুরি আর্থিক সহায়তা চেয়েছে গ্রিস৷ তথ্য সূত্র আরটিভি নিউজ।