News update
  • Netanyahu-Trump meet reveals unexpected gaps on key issues     |     
  • Move to prolong Interim Govt in name of keeping Yunus in power: Manna     |     
  • Billionaire Backers Turn Critics of Trump’s Tariff Plan     |     

ভিসা আবেদন নিয়ে যে নির্দেশনা দিলো ঢাকার জার্মান দূতাবাস

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2024-10-10, 3:32pm

0238ad6824276ab4b73891372c05ba3c364a15485d449579-a7d4e7e27dec365e1cdea4d691ade73e1728552730.jpg




জার্মান যেতে আগ্রহীদের ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকার জার্মান দূতাবাস।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) এ নির্দেশনা দেয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ভিসার আবেদন জমা দেয়ার সময় আবেদনকারীদের হালনাগাদ হওয়া ‘সম্মতির ঘোষণাপত্র’ জমা দিতে হবে। তথ্য সূত্র সময় সংবাদ।