News update
  • FAO Warns of ‘Silent Crisis’ as Land Loss Threatens Billions     |     
  • Indices tumble on both bourses amid broad-based sell-off     |     
  • BNP Names 237 Possible Candidates for Polls     |     
  • Bangladeshi leader of disabled people of world Dulal honoured     |     
  • UN Report Warns Inequality Fuels Global Pandemic Vulnerability     |     

দুই শতাধিক মোটর সাইকেল নিয়ে ব্রাজিল সমর্থকদের র‌্যালী

ফুটবল 2022-11-24, 9:14pm

Brazil Supporters brought out a motorcycle procession in Kalapara on Thursday



পটুয়াখালী: কাতার ২০২২ ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় এখন কাঁপছে গোটা বিশ্ব। ফুটবল সমর্থকদের মাঝে বিরাজ করছে টান টান উত্তেজনা। পিছিয়ে নেই বাংলাদেশের সমর্থকরাও। পছন্দের দলের জার্সি পরে শোডাউন ও র‌্যালী করছে তারা। এরই ধারাবাহিকতায় পটুয়াখালীর কলাপাড়ায় বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে ব্রাজিল সমর্থকদের শোডাউন ও মটরসাইকেল র‌্যালী বের করা হয়। 

কলাপাড়া ব্রাজিল ফ্যান ক্লাবের সৌজন্যে অন্ততঃ দুই শতাধিক মোটর সাইকেল, অর্ধশতাধিক ইজিবাইক ও একটি পিকআপ নিয়ে র‌্যালীটি স্থানীয় হ্যালিপ্যাড থেকে বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এসময় ব্রাজিল সমর্থকরা তাদের প্রিয় প্লেয়ারদের নাম উচ্চারন করে সাম্বা গানের তালে তালে উল্লাস করে। তাদের উল্লাস দেখে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা শিশু, বৃদ্ধ ও অন্যান্য সমর্থকরাও করতালি দিয়ে সমর্থন ও উৎসাহ যোগায়।

কলাপাড়া ব্রাজিল ফ্যান ক্লাবের পক্ষ থেকে পটুয়াখালী জেলা পরিষদের সাবেক সদস্য আসলাম হাওলাদার, স্বজল বিশ্বাস, রক্তিম বিশ্বাস, রুপ বেপারী, ইভান হাওলাদার, কাদের বাবু, নেছার, শান্ত, হাসিব, রাতুল, মেহেরাব মিরাজ, নিলয় বিশ্বাস, আসুদুজ্জামান হিরন, শাওন বেপারী, কলাপাড়ার সাংস্কৃতিক জগতের নানা-নাতি গম্ভিরা খ্যাত পরিচিত মুখ শামীম বেপারী ও স্বজল কর্মকারসহ কয়েক’শ লোক এতে অংশগ্রহন করেন। সমর্থকদের প্রত্যেকে ব্রাজিলের পতাকা সম্বলিত টি-সার্ট পরিধান করে এ শোডাউন ও র‌্যালী করেন। - গোফরান পলাশ