News update
  • FAO Warns of ‘Silent Crisis’ as Land Loss Threatens Billions     |     
  • Indices tumble on both bourses amid broad-based sell-off     |     
  • BNP Names 237 Possible Candidates for Polls     |     
  • Bangladeshi leader of disabled people of world Dulal honoured     |     
  • UN Report Warns Inequality Fuels Global Pandemic Vulnerability     |     

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃদু বিষধর উজ্জ্বল প্যারাবন সাপ

বন্যপ্রানী 2022-11-24, 9:24pm

A venomous padaban snake came floating to the Kuakata Beach on Thursday



পটুয়াখালী: কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে মৃদু বিষধর একটি উজ্জ্বল প্যারাবন সাপ। এটির দৈর্ঘ্য দেড় ফুট। বুধবার সন্ধ্যায় সৈকতের জিরো পয়েন্টে সাপটি দেখতে পায় স্থানীয়রা। এসময় সাপটি এক নজর দেখতে ভীড় জমায় পর্যটকরা। তবে ঠিক কোন সময় সাপটি ভেসে এসেছে সেটি নিশ্চত করতে পারেনি কেউ। পরে ডলফিন রক্ষা কমিটি ও এনিমেল লাভারস অফ পটুয়াখালী'র কলাপাড়া শাখার সদস্যরা সাপটি উদ্ধার করে সৈকতের ঝাউবনে অবমুক্ত করে।  

এনিমেল লাভারস অফ পটুয়াখালী'র কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জানান, সাপটি আমাদের সদস্যরা ডলফিন রক্ষা কমিটির সহয়তায় অবমুক্ত করেছে। এটি মূলত সুন্দরবনের দুর্লভ আবাসিক সাপ। - গোফরান পলাশ