News update
  • Sea of Mourners Gathers to Pay Tribute to Khaleda Zia     |     
  • State mourning begins, state funeral for Khaleda Zia at 2 pm     |     
  • Kamal Hossain: Khaleda Zia was ‘a patriot and democratic guardian'     |     
  • High medicine prices threaten healthcare of poor communities     |     

বিশ্বকাপ বাছাই: পয়েন্ট টেবিলে ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কোথায়?

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2024-11-20, 11:49am

9d6018ef0becef8cc230d399b11fc801da5d43d1c06bc124-3dde0ea371cee1ea7c99f144aef087b11732081796.jpg




২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বুধবার (২০ নভেম্বর) মাঠে নেমেছিল কনমেবল অঞ্চলের সকল দল। বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে খেলতে নেমে জয় পেয়েছে আর্জেন্টিনা, ইকুয়েডর এবং চিলি। তবে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে উরুগুয়ে ও ব্রাজিল। এদিকে ফর্মে থাকা কলম্বিয়া ইকুয়েডরের কাছে হেরেছে। যার ফলে পয়েন্ট টেবিলে বেশ পরিবর্তন এসেছে।

গেল ম্যাচে প্যারাগুয়ের কাছে হারা আর্জেন্টিনা বুধবার পেরুর বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে। বুয়েনস আয়ার্সে একমাত্র গোলটি করে ম্যাচের ব্যবধান গড়ে দেন লাউতারো মার্টিনেজ। এই জয়ের ফলে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল মেসির দল। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ২৫।

তবে গত ম্যাচের মতো আজকেও হোঁচট খেয়েছে ব্রাজিল। ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে সেলেসাওরা। ফলে পয়েন্ট টেবিলে অবনতি হয়েছে দরিভালের দলের। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেছে ব্রাজিল।

তবে চমক দেখিয়েছে ইকুয়েডর। গত ম্যাচে বলিভিয়াকে ৪-০ গোলে হারানোর পর, বুধবার ফর্মের তুঙ্গে থাকা কলম্বিয়াকে তাদের ঘরের মাঠেই ১-০ গোলে হারিয়েছে তারা। এর ফলে পয়েন্ট টেবিলে তিনে উঠে এসেছে তারা। আর কলম্বিয়া নেমে গেছে চারে। আর ব্রাজিলের সঙ্গে ড্র করে ১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের দুয়েই রয়েছে উরুগুয়ে।  তথ্য সূত্র সময় সংবাদ।