News update
  • Malnutrition Claims 100 Young Lives in Gaza, Says UNRWA     |     
  • Hunger and Bombs Ravage Besieged Civilians in Sudan’s El Fasher     |     
  • Loan defaulters won’t be allowed in nat’l polls: Salehuddin     |     
  • BFIU seeks bank records of ex-BB governors, deputies     |     
  • Wealth Concentration Creates Discrimination, Injustice: CA     |     

২০২৬ বিশ্বকাপে যুক্ত হতে পারবেন আপনিও, যেভাবে আবেদন করবেন

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-08-13, 6:11am

world-cup-1-71ceb6b0f21a44aa2fcbbd7f22e4b5c31755043888.jpg




আগামী বছর বসবে বিশ্ব ফুটবলের মহারণ ‘ফিফা ফুটবল বিশ্বকাপ’। ভিন্ন আঙ্গিকে হবে বিশ্বকাপের আগামী আসর। যুক্তরাষ্ট, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে ২০২৬ বিশ্বকাপ। প্রথমবারের মতো ৪৮ দল অংশ নেবে বিশ্বকাপে। বড় এই আয়োজন সুষ্ঠভাবে শেষ করতে সেচ্ছাসেবী প্রয়োজন ফিফার। সেচ্ছাসেবী হিসেবে আবেদন আহ্বান করেছে ফিফা।

সোমবার (১১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে সেচ্ছাসেবী আহ্বান করেছে ফিফা। ২০২৬ বিশ্বকাপের জন্য প্রায় ৬৫ হাজার স্বেচ্ছাসেবী নিতে পারে ফিফা। নির্বাচিত সেচ্ছাসেবীরা স্টেডিয়াম, প্রশিক্ষণকেন্দ্র, বিমানবন্দর, হোটেলসহ মোট ২৩টি কার্যক্রম পরিচালনা করবেন। তারা সহায়তা প্রদান করবেন ১৩টি শহরে।

ফিফার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে কেউ আবেদন করতে পারবে সেচ্ছাসেবী হওয়ার জন্য। তবে, অবশ্য বয়স ১৮ বছরের ওপরে হতে হবে। কাজের জন্য অবশ্যই ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। এর পাশাপাশি মেক্সিকোর জন্য স্প্যানিশ এবং কানাডার জন্য ফরাসি ভাষার দক্ষতাকেও অগ্রাধিকার দেওয়া হবে। অন্য যেকোনো অতিরিক্ত ভাষা জানা থাকলে সেটি আবেদনকারীকে এগিয়ে রাখবে। আবেদনের জন্য পূর্ব অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই।

এ বিষয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘স্বেচ্ছাসেবীরা ফিফা টুর্নামেন্টের হৃদয়, আত্মা ও হাসি। আমরা আশা করি আগ্রহী ব্যক্তিরা ২০২৬ সালে বিশ্বকে স্বাগত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন।’

আবেদন শুরু হয়েছে , চলবে সেপ্টেম্বর পর্যন্ত। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত মোট আটটি শিফটে স্বেচ্ছাসেবীরা বিশ্বকাপে সেবা প্রদান করবে।